কলকাতা, 15 নভেম্বর: স্কুল খোলার (School Opening) আগে রাজ্য সরকারের বিশেষজ্ঞ কমিটির (Expert Committee) পরামর্শ নেওয়ার উচিত ছিল ৷ মত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)৷ আগামিকাল থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় । এ বিষয়ে সুকান্ত বলেন, "স্কুল খোলার অবশ্যই প্রয়োজন আছে । কিন্তু রাজ্যের বহু লোকের টিকা হয়নি । তার মধ্যে দিদিমণি ও মাস্টারমশাইরা রয়েছেন । বাচ্চাদেরও টিকাকরণ শুরু হয়নি ।"
পিছিয়ে পড়া জনজাতির উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্প একলব্য বিদ্যালয়গুলির জন্য পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না বলে এ দিন অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আজ কলকাতায় রাজ্য বিজেপির উদ্যোগে বিরসা মুণ্ডার জন্মদিন পালন করা হয় । এই উপলক্ষে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সুকান্ত মজুমদার । ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, জয়প্রকাশ মজুমদার-সহ অন্যান্য নেতৃবৃন্দ । বিজেপি সভাপতি সাংবাদিকদের বলেন, পিছিয়ে পড়া জাতিদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে গেলে তাঁদের শিক্ষার উন্নয়ন প্রয়োজন । উন্নয়নের কথা মুখে বললেও একলব্য স্কুলগুলির জন্য জমি দিচ্ছে না তৃণমূল কংগ্রেসের সরকার ।