কলকাতা, 8 মে :সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি'র বিষয়বস্তু নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, সমাজের এক সম্প্রদায়ের মানুষকে অপমান করতে বিকৃত তথ্য দিয়ে এই ছবি বানানো হয়েছে ৷ 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটির প্রসঙ্গও এদিন টানেন মমতা ৷ এরপরেই এ রাজ্যে সুদীপ্ত সেন পরিচালিত এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করল নবান্ন ৷
রাজ্যে আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ছবিটিতে ইচ্ছাকৃতভাবে এমন কিছু তথ্য বিকৃত করে দেখানো হয়েছে, যা নিয়ে সমাজে অস্থিরতা তৈরি হতে পারে পলে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকেও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেছিলেন,"বিজেপি তথ্য বিকৃত করে কেরালা স্টোরি বানাচ্ছে । একইভাবে কয়েকদিন আগে বিজেপির মদতপুষ্ট একজন এসে বাংলায় বলে গিয়েছে বেঙ্গল ফাইলস বানাবেন । এটাই বিজেপির কাজ ৷ বাংলাকে বদনাম করতে চাইছে ওরা ৷ বিজেপি কেন সাম্প্রদায়িক নীতি নিয়ে চলছে, এটা কোনও দলের কাজ ?"
'দ্য কেরালা স্টোরি'র রাজ্যে প্রদর্শনের বিষয়ে এদিন মুখ্যসচিবকে খোঁজ নেওয়ারও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ তারপরেই রাজ্যে এই ছবির প্রদর্শনের উপর নিষেধাজ্ঞার বিষয়টি জানা যায় ৷ রাজ্যের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে পশ্চিমবঙ্গে 'দ্য কেরালা স্টোরি' চলচ্চিত্রটি নিষিদ্ধ ঘোষণা করা হল। এই সিনেমায় যেসব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে আশঙ্কা করে কলকাতা-সহ সব জেলাতে এই ছবির প্রদর্শন নিষিদ্ধ করা হল। শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই রাজ্য প্রশাসনের এই সিদ্ধান্ত। তবে এই ছবিটির নির্মাতাদের তরফে প্রযোজক বিপুল শাহ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইন মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে ৷