কলকাতা , 15 অগাস্ট : রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে কোরোনা সন্দেহভাজনদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর । রোগীদের কোভিড হাসপাতালে পাঠানোর আগে আগে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছে কী না তা নিশ্চিত করার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে । জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিক ।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে কোরোনা চিকিৎসার জন্য ভরতি হওয়া মেডিকেল সহায়তার প্রয়োজন কোন রোগীকে ছুটি দেওয়া যাবে না । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রোগীকে খতিয়ে দেখার পর যদি নিশ্চিত হয় যে এই রোগীর মেডিকেল সহায়তার প্রয়োজন নেই , তবেই তাকে ছুটি দেওয়া যাবে ।
"সন্দেহভাজন কোভিড -19 রোগীদের জন্য প্রতিটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে। ডেডিকেটেড কোভিড -19 হাসপাতালে রোগীদের স্থানান্তরের আগে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে কী না তা নিশ্চিত করতে বলা হয়েছে । " বলেন স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ।