পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal New Election Commissioner: মুখ্যসচিবের সঙ্গে কথা বলার পরও নয়া নির্বাচন কমিশনার নিয়ে নীরব রাজভবন - রাজীব সিনহা

আগামী সোমবার শেষ হচ্ছে রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ ৷ তার পর কে বসবেন ওই পদে ? তা নিয়ে শুক্রবারও ধোঁয়াশা অব্যাহত রইল ৷ রাজ্যের তরফে নাম পাঠানো হলেও এখনও রাজভবনের তরফে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি ৷

CV Ananda Bose
CV Ananda Bose

By

Published : May 26, 2023, 8:14 PM IST

কলকাতা, 26 মে: হাতে আর মাত্র দু’দিন । তার পরই মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বর্তমান নির্বাচন কমিশনার সৌরভ দাসের ৷ অথচ এখনও নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন, তা জানা নেই নবান্নের ।

প্রসঙ্গত, রাজ্যের তরফ থেকে প্রাক্তন মুখ্যসচিব তথা প্রাক্তন স্বাস্থ্য সচিবের দায়িত্ব সামলানো অভিজ্ঞ রাজীব সিনহার নাম প্রস্তাব করা হয়েছে রাজ্যপালের কাছে ৷ তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সেই নামে সিলমোহর দেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।

উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আসেন । জানা গিয়েছে, যাতে রাজ্যের নয়া নির্বাচন কমিশনারের নামে মঞ্জুরি দেওয়া হয়, তা নিয়েই আলোচনা করতেই রাজভবনে যান তিনি । যদিও এক্ষেত্রে এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে তাতে কোনও কাজ হয়েছে ।

নবান্ন সূত্রে খবর, রাজ্যপালের তরফ স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলা হয়েছে, কেন রাজীব সিনহাকেই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে চাইছে সরকার ? রীতি অনুযায়ী তিনজনের নাম পাঠাতে হয় রাজভবনে । কিন্তু এক্ষেত্রে কেন একটা নাম শুধু রাজভবনে পাঠানো হল ? সাধারণ নিয়ম হল তিনটে নামের মধ্যে থেকে একটা নাম হয় । এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজ্য সুপারিশ করতে পারে । কিন্তু একটা নাম পাঠানোর জন্যই মনে করা হচ্ছে রাজ্যপাল সেই নামে সম্মতি দিচ্ছেন না ৷

আরও পড়ুন:রাজভবনের প্রশ্নে জবাব নবান্নের, নতুন নির্বাচন কমিশনারের নামে এখনও মেলেনি রাজ্যপালের সম্মতি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল যদিও একটি নামের ভিত্তিতে অনুমোদন দিতে রাজি নন । সে ক্ষেত্রে রাজ্যের তরফ থেকে আরও দু’টি নাম দেওয়া হয়েছে । তবে রাজীব সিনহাই যে রাজ্যের প্রথম পছন্দ, সেটাও বুঝিয়ে দেওয়া হয়েছে ৷ বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ সোমবার । রাজ্য সরকার চাইছে তার আগে নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্রক্রিয়াটি সম্পন্ন ।

প্রশাসনিক মহল বলছে, যদি শেষ পর্যন্ত তা সম্ভব না হয়, তাহলে আগামী সোমবারের পর এই পদ শূন্যই থাকবে । কিন্তু সমস্যা হল, সামনে পঞ্চায়েত ভোট হয়েছে । এই অবস্থায় নির্বাচনের প্রস্তুতি নেওয়া জরুরি । সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগে দেরি হলে, নির্বাচন দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা । আর তাই এই অবস্থায় রাজ্যপাল শেষপর্যন্ত নয়া নির্বাচন কমিশনার নিয়োগ ঝুলিয়ে রাখেন, না দ্রুত মঞ্জুরি দেয়, সেদিকেই নজর সকলের ।

আরও পড়ুন:পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নাম নিয়ে জল্পনা, এখনও মেলেনি রাজভবনের সম্মতি

ABOUT THE AUTHOR

...view details