কলকাতা, 5 অগাস্ট : মহাসমারোহে শেষ হয়েছে অযোধ্যার ভূমিপুজো । নির্দিষ্ট ক্ষণে ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । রাজভবনেও সেই ভূমিপুজোর একঝলক দেখা গেল । ভূমিপুজোর অনুষ্ঠান থেকে রাজ্যপাল জগদীপ ধনকড়ের বার্তা, "আজ অযোধ্যায় যা হল, তা ধর্মনিরপেক্ষতার দৃষ্টান্ত । এটি এক জাতীয় গর্বের মুহূর্ত ।"
সন্ধ্যায় ভূমিপুজোর পর রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, "প্রত্যেক ভারতবাসী আজ যা দেখেছে তাতে সবাই অভিভূত । এটি এক জাতীয় গর্বের মুহূর্ত । কেউ কল্পনাই করতে পারেনি ভারতে থেকে, মর্যাদার মধ্যে থেকে সর্বসম্মতিক্রমে মর্যাদা পুরুষোত্তম রামের মন্দির নির্মাণ হবে ।" রামমন্দির নির্মাণ ধর্মনিরপেক্ষতার এক দৃষ্টান্ত । আজ রাজভবন থেকে এমনই বার্তা দিলেন রাজ্যপাল । তাঁর বক্তব্য, "মনে রাখবেন আমাদের সংস্কৃতি ও দেশের উর্ধ্বে আর কিছু নেই । আজ অযোধ্যায় যা হল, তা ধর্মনিরপেক্ষতার দৃষ্টান্ত । ভবিষ্যতের ভারত কেমন হতে চলেছে, আজ তারই সংকেত পেয়েছে বিশ্ব । এর মধ্য দিয়ে ভারত তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে ।"