কলকাতা, 4 এপ্রিল:রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি জায়গায় যে অশান্তি ঘটেছে তা নিয়ে কেন্দ্রকে রিপোর্টে পাঠাতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর, মঙ্গলবারই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাতে পারেন বোস ৷ পাশাপাশি, হাওড়া ও রিষড়ার অশান্তির ঘটনা নিয়ে রাজ্যের কাছেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে বলে খবর ৷ অমিত শাহর নেতৃত্বাধীন মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, দ্রুত এই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্য সরকারকে ৷ মূলত হাওড়ার শিবপুরের ঘটনা নিয়ে এই রিপোর্ট চাওয়া হয়েছে ৷
উল্লেখ্য, হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে যে অশান্তি হয়েছে তার প্রেক্ষিতে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ চিঠিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলেন তিনি ৷ তারপরেই জানা যায়, রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র ৷ তবে এক্ষেত্রে রাজ্যপালের কেন্দ্রকে পৃথক রিপোর্ট পাঠানোর বিষয়টিও তাৎপর্যপূর্ণ ৷ হাওড়ার শিবপুরের ঘটনার পর, রাজভবনের তরফে জানানো হয়েছিল এইসব অশান্তির ঘটনার তথ্য জানতে পৃথক সেল খোলা হয়েছে রাজভবনে ৷ মনে করা হচ্ছে সেই সমস্ত তথ্য সংগ্রহের পরেই এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাচ্ছেন বোস ৷