পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Report on Bengal Chaos: রাজ্যের অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠাচ্ছেন বোস, নবান্ন থেকে তথ্য তলব স্বরাষ্ট্রমন্ত্রকের - রাজ্যের কাছে রিপোর্ট তলব কেন্দ্রের

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি এলাকা গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ৷ রাজ্যপাল এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে তাঁর রিপোর্ট পাঠাতে চলেছেন ৷ কেন্দ্রের তরফে রাজ্যের থেকেও পৃথক রিপোর্ট তলব করা হয়েছে ৷

Etv Bharat
ফাইল ছবি

By

Published : Apr 4, 2023, 7:15 PM IST

কলকাতা, 4 এপ্রিল:রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যের কয়েকটি জায়গায় যে অশান্তি ঘটেছে তা নিয়ে কেন্দ্রকে রিপোর্টে পাঠাতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর, মঙ্গলবারই এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট পাঠাতে পারেন বোস ৷ পাশাপাশি, হাওড়া ও রিষড়ার অশান্তির ঘটনা নিয়ে রাজ্যের কাছেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করেছে বলে খবর ৷ অমিত শাহর নেতৃত্বাধীন মন্ত্রকের এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, দ্রুত এই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে রাজ্য সরকারকে ৷ মূলত হাওড়ার শিবপুরের ঘটনা নিয়ে এই রিপোর্ট চাওয়া হয়েছে ৷

উল্লেখ্য, হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়া-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে যে অশান্তি হয়েছে তার প্রেক্ষিতে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ চিঠিতে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি তোলেন তিনি ৷ তারপরেই জানা যায়, রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্র ৷ তবে এক্ষেত্রে রাজ্যপালের কেন্দ্রকে পৃথক রিপোর্ট পাঠানোর বিষয়টিও তাৎপর্যপূর্ণ ৷ হাওড়ার শিবপুরের ঘটনার পর, রাজভবনের তরফে জানানো হয়েছিল এইসব অশান্তির ঘটনার তথ্য জানতে পৃথক সেল খোলা হয়েছে রাজভবনে ৷ মনে করা হচ্ছে সেই সমস্ত তথ্য সংগ্রহের পরেই এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাচ্ছেন বোস ৷

এদিনই উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রিষড়ায় যান রাজ্যপাল ৷ রবিবারের পর সোমবার রাতেও সেখানে নতুন করে অশান্তি ছড়ায় ৷ এলাকায় গিয়ে রাজ্যপাল এদিন জানান, রাজ্য সরকার কখনওই নৈরাজ্য সৃষ্টিকারীদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না ৷ সোমবারই রাজ্যপাল দার্জিলিং থেকে জানিয়েছিলেন, দোষীদের কঠোর হাতে দমন করা হবে ৷ রাজ্যে এই ধরনের ঘটনায় বন্ধ করার সময় এসেছে বলেও এদিন মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

আরও পড়ুন:'রাজ্য পুলিশ মেরুদণ্ডহীন', আইন-শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি সুকান্তর

উল্লেখ্য, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়েছে হাওড়ার শিবপুর ও হুগলির রিষড়ার মতো কয়েকটি এলাকা ৷ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে ৷ ঘটনায় লেগেছে রাজনীতির রংও ৷ পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে তৃণমূল ও বিজেপি ৷

ABOUT THE AUTHOR

...view details