কলকাতা, 31 মার্চ: হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিল ঘিরে অশান্তি হওয়া এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সংবাদসংস্থা এএনআই-এর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে ৷ তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন বাংলার রাজ্যপালকে ৷ আর তার পরই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন বলে জানা গেল ৷ এদিকে হাওড়ার অশান্তি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি এই ঘটনায় এনআইএ-র মতো কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর হাওড়ায় অশান্তির বিষয়ে যত তথ্য সামনে এসেছে, ততই এই নিয়ে বাংলার রাজনীতির পারদ চড়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও প্রশাসন চেষ্টা করছে ৷ অন্যদিকে বিরোধীরা লাগাতার আক্রমণ করে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ৷ এই পরিস্থিতিতে বাংলার রাজ্য়পাল সিভি আনন্দ বোসকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেন বলে খবর ৷ এই মুহূর্তে হাওড়ার কী পরিস্থিতি, তা তাঁকে জানাতে বলেন ৷