কলকাতা, 2 জুন: উপাচার্য নিয়োগ নিয়ে ক্রমেই বাড়ছে বিতর্ক । ফলে রাজ্য বনাম রাজ্যপাল দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে । বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন, শিক্ষা দফতরের সঙ্গে কোনোরকম যোগাযোগ না করেই বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল । তারপর শুক্রবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তিনি উপাচার্য নিয়োগ প্রসঙ্গে বলেন, "আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয় ।"
প্রসঙ্গত, দায়িত্ব নেওয়ার পর থেকে গত কয়েকমাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচমকাই পরিদর্শন করতে দেখা গিয়েছিল রাজ্যপালকে । অন্যদিকে রাজ্যপালের এহেন কাজের বিরোধিতা করে বারবারই মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । শিক্ষামন্ত্রীর অভিযোগ করেছিলেন শিক্ষা দফতরের সঙ্গে কোনোরকম যোগাযোগ না করেই রাজ্যপাল উচ্চশিক্ষার কাজ করছেন । তার মধ্যেই গত বুধবার রাজ্যপাল যাদবপুর-সহ 10টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন ।
যা নিয়ে দু’পক্ষের বিবাদ চরমে উঠেছে ৷ শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন, এই উপাচার্য নিয়োগের বিষয়টি তিনি জেনেছেন সংবাদমাধ্যম থেকে । এই নিয়োগকে তিনি বেআইনি বলেও দাবি করেন ৷ টুইটে ব্রাত্য বসু লেখেন, "এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা বিভাগীয়ভাবে আইনি পরামর্শ নিচ্ছি, ভবিষ্যতে কী পদক্ষেপ করা হবে । বেআইনিভাবে নবনিযুক্ত মাননীয় উপাচার্যদের সকলকে উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে সসম্মানে অনুরোধ করব, তাঁরা যেন এই নিয়োগ প্রত্যাখ্যান করেন ।"