পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor on PM Modi Birthday: মোদির জন্মদিনে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ রাজ্যপাল বোসের - PM Narendra Modi Birthday

PM Narendra Modi Birthday: অন্যকরমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কেরলে কুল দেবতার মন্দিরে সারাদিন পুজোপাঠ করলেন তিনি ৷

Bengal Governor CV Ananda Bose
রাজ্যপাল সিভি আনন্দ বোস

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 11:40 AM IST

Updated : Sep 18, 2023, 12:09 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর:রবিবার অর্থাৎ 17 সেপ্টেম্বর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 74তম জন্মদিন ৷ এই দিনটি উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে কেরলে কুল দেবতা চাকালাতকাভু (বন দুর্গা) মন্দিরে পুজো করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ মোদির মঙ্গল কামনায় গতকাল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারাদিন পুজো করেন তিনি । সোমবার বাংলার রাজ্যপাল মোদির জন্মদিনে পুজো করার ছবি সোশাল মিডিয়া এক্সে পোস্ট করেছেন ৷ যেখানে দক্ষিণ ভারতীয় পোশাক পরে মন্দিরে পুজো করতে দেখা গিয়েছে তাঁকে ৷ সঙ্গে তিনি লিখেছেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির জন্মদিনে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি ।"

পুজোর পাশাপাশি নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সিভি আনন্দ বোস মাতা অমৃতানন্দময়ী আম্মার উপস্থিতিতে প্রধানমন্ত্রীর শুভকামনা করেছেন । এর আগে রবিবার রাজ্যপাল এক্সে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান ৷ তিনি একটি পোস্টে লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজিকে তাঁর জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই ৷ সমাজ সেবা এবং জাতির অগ্রগতিতে প্রেরণাদায়ক ও অনুপ্রেরণামূলক কাজের জন্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ৷"

গতকাল জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে বিজেপির নেতামন্ত্রী, এমনকী বিরোধীদলের নেতারাও ৷ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে কেদারনাথদামে ও বদ্রীনাথধামে নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিশেষ পুজো করা হয় । মন্দিরের পুরোহিতরা বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন । এর পাশাপাশি মোদির সুস্বাস্থ্য এবং দেশের সুখ-সমৃদ্ধির কামনা করা হয় এ দিন ।

আরও পড়ুন:মোদির জন্মদিনে বদ্রীনাথ-কেদারনাথে বিশেষ পুজো, দেখুন ভিডিয়ো

প্রধানমন্ত্রীকে জন্মদিনে দিল্লির মেট্রোয় সফর করতে দেখা গিয়েছে ৷ যাত্রীদরে সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি ৷ পাশাপাশি তাঁদের কাছ থেকে সংস্কৃতে মেলে জন্মদিনের শুভেচ্ছা ৷ মোদির জন্মদিনে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফে ৷ বিজেপির দলীয় কর্মী ও নেতারা মহা সমারোহে মোদির জন্মদিন পালন করে । জন্মদিনের সকাল থেকেই একাধিক কর্মসূচিতে সামিল হতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রীকে । 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পের সূচনা করেন তিনি । 1950 সালের 17 সেপ্টেম্বর গুজরাতে জন্মগ্রহণ করেন দেশের 14তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Last Updated : Sep 18, 2023, 12:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details