কলকাতা, 1 জুন: অভিভাবকহীন রাজ্য নির্বাচন কমিশন । একই ভাবে কলকাতা, কল্যাণী, যাদবপুর মিলিয়ে প্রায় 31টি বিশ্ববদ্যালয়ে উপাচার্যের মেয়াদ শেষ হয়েছে । তার মধ্যে বুধবার রাতে 10টি বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ কিন্তু এই উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । তিনি আইনি পদক্ষেপের হুশিয়ারি দিয়ে টুইট করেছেন ।
রাজভবন সূত্রের খবর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে অমলেন্দু ভুঁইয়াকে । তিনি কমার্স বিভাগের শিক্ষক । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হতে পারে অমিতাভ দত্তকে । সূত্রের দাবি, রাজভবনের পাঠানো নির্দেশিকায় তাঁর নামে ভুল রয়েছে । তাই তিনি এখনও নিশ্চিত নন তিনি উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন কি না । একই সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পাচ্ছেন শান্তা দত্ত, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রাজকুমার কোঠারীকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হচ্ছে । কিন্তু, এই 10 উপাচার্য নিয়োগে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি বলে অভিযোগ । সংবাদমাধ্যমের থেকে উপাচার্য নিয়োগের কথা জানতে পেরেছেন বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ।