পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Free Hold Land: পৌর-নগরোন্নয়ন দফতরের লিজে থাকা জমি ব্যক্তিগত মালিকানায় দেওয়ার ভাবনা রাজ্যের

Bengal Government: পৌর ও নগরোন্নয়ন দফতরের লিজে থাকা যে জমিগুলিতে আয়ের থেকে রক্ষণাবেক্ষণে ব্যয় বেশি হয়, সেই জমিগুলি এবার এবার ফ্রি হোল্ড বা ব্যক্তিগত মালিকানায় দিতে চায় রাজ্য সরকার ৷ এই নিয়ে তৈরি করা মন্ত্রিগোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে ৷ এখন অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের ৷

Nabanna
নবান্ন

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 8:25 PM IST

কলকাতা, 23 অগস্ট: পৌর ও নগরোন্নয়ন দফতরের লিজে থাকা জমি বর্তমান বাজার মূল্যের একটি নির্দিষ্ট অংশ সরকারকে দিলেই মিলবে ফ্রি হোল্ড বা ব্যক্তিগত মালিকানা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া মন্ত্রিগোষ্ঠী এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরের সরকারি জমি বেহাত হয়ে যাওয়া নিয়ে আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী । সল্টলেক, কল‌্যাণী, আসানসোল-দুর্গাপুর, এসজেডিএ, হলদিয়া-সহ নগরোন্নয়ন দফতরের একাধিক জমির কথা সেই আলোচনায় উঠে এসেছিল । সেই সময় মুখ্যমন্ত্রী মন্ত্রিগোষ্ঠী গড়ে দিয়ে এই জমিগুলির ভাগ্য নির্ধারণের জন্য সিদ্ধান্ত গ্রহণের কথা বলেন । মূলত, সরকার চেয়েছিল বছরের পর বছর যে জমিগুলো থেকে সরকারের আয়ের থেকে বেশি খরচ রক্ষণাবেক্ষণে হয়, সেইগুলিকেই ফ্রি হোল্ড হিসেবে দেওয়া হবে ৷

সূত্রের খবর, মঙ্গলবার বিধানসভায় ফিরহাদ হাকিমের ঘরে এই বিষয়টি নিয়েই বসেছিল মন্ত্রিগোষ্ঠীর বৈঠক । সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুষ্ঠানিক সিলমোহরের । তিনি অনুমতি দিলে পরবর্তী পদক্ষেপ করা হবে । তখন নির্দিষ্ট এলাকায় নগরোন্নয়ন দফতরের ওই জমিগুলি ব্যক্তি মালিকানায় দিতে কোনও অসুবিধা থাকবে না । এমনকী, বর্তমান মালিকেরা ফ্রি হোল্ড পাওয়ার পর এই জমি বিক্রি করতেও পারবেন বলে জানা যাচ্ছে । যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি ।

আরও পড়ুন:29 অগস্ট নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

এদিকে সল্টলেক, দুর্গাপুর, আসানসোল-সহ যে জায়গায় এই জমিগুলোকে ফ্রি হোল্ড দেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলি অত্যন্ত দামি । এই জমিগুলি এভাবে ফ্রি হোল্ড দেওয়া হলে আদতে রাজস্বের ক্ষতি হতে পারে, এমন প্রশ্নের উত্তরে এই মন্ত্রিগোষ্ঠীতে থাকা এক গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, ‘‘এখনই সব সিদ্ধান্ত হয়ে গিয়েছে এমন নয় । কারণ, এই বিষয়গুলি আমাদেরও মাথায় রয়েছে । পুরো বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সব দিক বিবেচনা করেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details