পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Government: আগামী বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 55 লক্ষ মেট্রিক টন, 1 নভেম্বর থেকেই শুরু সংগ্রহ - খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

ধানের অভাবী বিক্রি বন্ধ করতে সক্রিয় হল নবান্ন (Nabanna) ৷ সেই কারণে আগামী বছর 55 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার (Bengal Government) ৷

bengal-government-wants-to-buy-55-lakh-metric-tonnes-of-paddy-in-next-season
Paddy: আগামী বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 55 লক্ষ মেট্রিক টন, 1 নভেম্বর থেকেই শুরু সংগ্রহ

By

Published : Oct 19, 2022, 6:34 PM IST

কলকাতা, 19 অক্টোবর : অভাবী বিক্রি বন্ধ করতে সক্রিয় হল রাজ্য সরকার (Bengal Government) । গ্রামীণ এলাকায় কৃষকদের থেকে ধান কিনতে আরও সক্রিয় হল খাদ্য ও সরবরাহ দফতর (Food Department) । ইতিমধ্যেই চলতি মরশুমের ধান (Paddy) সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে । এবছর সরকারের লক্ষ্যমাত্রার থেকে বেশি পরিমাণ ধান কিনেছে রাজ্য সরকার ।

আগামী 1 নভেম্বর থেকে যে খরিফ মরসুম শুরু হচ্ছে, তাতে 55 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার । তার মধ্যে সবচেয়ে বেশি ধান কেনা হবে পূর্ব বর্ধমান জেলা থেকে । এই জেলা থেকে 6 লক্ষ 900 মেট্রিক টন ধান কেনা হবে । হুগলি জেলায় 5 লক্ষ 25 হাজার 600 মেট্রিক টন ধান কেনা হবে ।

এ ছাড়া মুর্শিদাবাদ জেলা থেকে 5 লক্ষ 7 হাজার 300 মেট্রিক টন ধান কেনা হবে । বীরভূম জেলা থেকে তিন লক্ষ 62 হাজার 500 মেট্রিক টন ধান কেনা হবে । বাঁকুড়া জেলা থেকে 2 লক্ষ 49 হাজার 500 মেট্রিক টন ধান কেনার লক্ষ্য মাত্রা নিয়েছে রাজ্য সরকার ।

এবছর বৃষ্টির খামখেয়ালির জন্য ভুগতে হয়েছে বাংলার কৃষকদের । ফলে তার একটা প্রভাব পড়েছিল ধান সংগ্রহের ক্ষেত্রেও । তবে তা সত্ত্বেও লক্ষ্যমাত্রা পূরণ করতে সফল হয়েছে খাদ্য দফতর, জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Bengal Minister Rathin Ghosh) । আগামী বছরে লক্ষ্য যাতে মানুষের দরজায় আরও বেশি করে পৌঁছানো যায় ।

মন্ত্রীর কথায়, আগামী বছর আরও 70টি নতুন গাড়ি নামানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে খাদ্য দফতর । এই গাড়িগুলি নামানো সম্ভব হলে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি সরকারকে ধান বিক্রি করতে পারবে । এদিকে খাদ্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ধান ভাঙানো ও পরিবহণ ফি বাবদ টাকা বৃদ্ধির প্রস্তাব নবান্নকে (Nabanna) দেওয়া হয়েছে ।

এই মুহূর্তে চাল কলগুলি এই বাবদ প্রত্যেক কুইন্টালে 30 টাকা করে পায় । অর্থ দফতরের অনুমতি পেলে সেই অর্থ বাড়ানো হতে পারে বলে খবর ।

আরও পড়ুন:কী বলছে বাজারদর ? দেখে নিন একনজরে

ABOUT THE AUTHOR

...view details