কলকাতা, 19 অক্টোবর : অভাবী বিক্রি বন্ধ করতে সক্রিয় হল রাজ্য সরকার (Bengal Government) । গ্রামীণ এলাকায় কৃষকদের থেকে ধান কিনতে আরও সক্রিয় হল খাদ্য ও সরবরাহ দফতর (Food Department) । ইতিমধ্যেই চলতি মরশুমের ধান (Paddy) সংগ্রহের প্রক্রিয়া শেষ হয়েছে । এবছর সরকারের লক্ষ্যমাত্রার থেকে বেশি পরিমাণ ধান কিনেছে রাজ্য সরকার ।
আগামী 1 নভেম্বর থেকে যে খরিফ মরসুম শুরু হচ্ছে, তাতে 55 লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার । তার মধ্যে সবচেয়ে বেশি ধান কেনা হবে পূর্ব বর্ধমান জেলা থেকে । এই জেলা থেকে 6 লক্ষ 900 মেট্রিক টন ধান কেনা হবে । হুগলি জেলায় 5 লক্ষ 25 হাজার 600 মেট্রিক টন ধান কেনা হবে ।
এ ছাড়া মুর্শিদাবাদ জেলা থেকে 5 লক্ষ 7 হাজার 300 মেট্রিক টন ধান কেনা হবে । বীরভূম জেলা থেকে তিন লক্ষ 62 হাজার 500 মেট্রিক টন ধান কেনা হবে । বাঁকুড়া জেলা থেকে 2 লক্ষ 49 হাজার 500 মেট্রিক টন ধান কেনার লক্ষ্য মাত্রা নিয়েছে রাজ্য সরকার ।