কলকাতা, 16 মার্চ: সামনেই পঞ্চায়েত ভোট (Panchayat Elections 2023) । তার আগেই এবার বড়সড় নিয়োগ সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার । যে শিক্ষা দফতর নিয়ে এত আলোচনা, যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে সরকারের মুখ পুড়েছে, সেখানেই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) জানিয়েছেন, আগামী এপ্রিল মাসের মধ্যেই 12 হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে রাজ্যে ।
প্রসঙ্গত, শিক্ষা দফতরের নিয়োগ নিয়ে একদিকে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে প্রত্যেকদিন নতুন নতুন তথ্য সামনে আসছে । রাজ্যের শাসকদলের মন্ত্রী থেকে নেতা, বেশ কয়েকজন এই নিয়োগ দুর্নীতির (Bengal Recruitment Scam) কারণেই এই মুহূর্তে জেলের মধ্যে রয়েছেন । অন্যদিকে যোগ্যদের নিয়োগ দ্রুত করার দাবিতে মাসের পার মাস আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা । গ্রুপ সি, গ্রুপ ডি, থেকে নবম-দশম, একাদশ-দ্বাদশ, সব ক্ষেত্রেই চাকরি প্রার্থীদের একটা বড় অংশ আন্দোলনে নেমেছেন । এবং সরকারের উপর নিয়োগের জন্য চাপ বাড়াচ্ছেন ।
আর সেই সময় দাঁড়িয়েই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন । যেখানে তিনি বলেছেন, ‘‘আগামী এপ্রিল মাসের মধ্যেই প্রাথমিকে 12 হাজার শিক্ষক নিয়োগ করা হবে ।’’ গত বছর ডিসেম্বর মাস থেকেই প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রক্রিয়া চলেছিল । ইতিমধ্যেই রাজ্যে অষ্টম পর্যায়ের ইন্টারভিউয়ের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে ।