পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Awas Yojana probe: আবাস যোজনার তদন্তে কেন্দ্রীয় দলের সঙ্গে সংঘাত নয় সমন্বয়ে জোর রাজ্যের - পঞ্চায়েত দফতর

আবাস যোজনায় (PM Awas Yojana) বাংলার হালহকিকৎ জানতে কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে ৷ তাদের সঙ্গে সংঘাতে যেতে চায় না রাজ্য সরকার৷ বরং সমন্বয় বজায় রাখতে চায় ৷

File PIC
File PIC

By

Published : Jan 18, 2023, 5:04 PM IST

কলকাতা, 18 জানুয়ারি: কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করলেও এখনও টাকা পাঠায়নি রাজ্যকে । বরং আবাস যোজনার দুর্নীতি খতিয়ে দেখতে পাঠিয়েছে কেন্দ্রীয় দল । অথচ এই অবস্থায় সংঘাত নয়, সমন্বয়ের পথে হাঁটতে চাইছে রাজ্য সরকার (Bengal Government) । আর সেই কারণেই রাজ্যের তরফ থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে সমন্বয়ের বার্তা দিয়েছে নবান্ন ।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন যেভাবে ঘটনাপ্রবাহ এগিয়েছে, তাতে আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে । মূলত, এই অভিযোগের সত্যাসত্য খতিয়ে দেখতে প্রতিনিধি দল পাঠিয়ে সরেজমিনে তদন্ত করছে কেন্দ্র । যদিও এর পেছনে রাজ্য বিজেপি (BJP) নেতাদের ইন্ধন রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার । ময়দানে নেমে একে রাজনৈতিক ভাবে তৃণমূল মোকাবিলা করলেও প্রশাসনিক ক্ষেত্রে কোনও বিরোধিতার রাস্তায় হাঁটছে না রাজ্য সরকার । বরং পঞ্চায়েত দফতরের তরফ থেকে স্পষ্ট ভাবে প্রত্যেক জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে যেন সব রকম ভাবে সহযোগিতা করা হয় ।

আসলে রাজ্য সরকারের তরফ থেকে মনে করা হচ্ছে গোটা বিষয়টার মধ্যে রাজ্যকে বিপাকে ফেলার প্রয়াস রয়েছে । যদি কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা না করা হয়, সেক্ষেত্রে আবার আবাস যোজনার টাকা আটকে যেতে পারে বলে আশঙ্কা করছেন পঞ্চায়েত দফতরের (Panchayat Department) আধিকারিকেরা । এমনিতেই দীর্ঘদিন আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিল কেন্দ্রীয় সরকার ৷ গত 24 নভেম্বর 8 হাজার 200 কোটি টাকা রাজ্যকে দেওয়ার কথা ঘোষণা করে । এখনও পর্যন্ত রাজ্য সরকার হাতে সেই টাকা পায়নি ।

এই অবস্থায় অসহযোগিতার প্রশ্ন তুলে পুরোপুরি বরাদ্দ আটকে দিতে পারে কেন্দ্রীয় সরকার, তেমনটাই আশঙ্কা করছে রাজ্য । আর তাই কেন্দ্রীয় প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের আলাদা অবস্থান থাকলেও সরাসরি সংঘাতের রাস্তায় যেতে চাইছে না রাজ্য প্রশাসন । মনে করা হচ্ছে এমনটি হলে উলটে রাজ্যের মানুষেরই সমস্যা তৈরি হতে পারে ।

প্রসঙ্গত, এই আবাস যোজনায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানোকে রাজনীতি বলে আখ্যা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) । জানান, কালিপটকা ফাটলেও কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া আদতে রাজ্যকে বিপাকে ফেলার প্রয়াস কেন্দ্রের । রাজনৈতিকভাবে এই বক্তব্য রাজ্যের শাসক দলের থাকলেও, প্রশাসক হিসাবে কেন্দ্রের নির্দেশিকা এবং কেন্দ্রের দেখানো পথেই চলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে ।

এখনও পর্যন্ত যতটুকু খবর, তাতে আগামী 20 জানুয়ারির মধ্যে এই কেন্দ্রীয় দল ফিরে গিয়ে আবাস যোজনা নিয়ে রিপোর্ট দেবে । তারপরেই রাজ্যের পাঠানো উপভোক্তাদের তালিকা নির্দিষ্ট করে টাকা দেবে কেন্দ্রীয় সরকার । সেদিক থেকে দেখলে এই বিরোধিতা রাজ্যের মানুষের জন্যই নতুন ভোগান্তির কারণ হতে পারে ৷ তাই আগেভাগেই সতর্ক রাজ্য ।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের আগে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় রাজ্যকে ₹8200 কোটি বরাদ্দ কেন্দ্রের

ABOUT THE AUTHOR

...view details