পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

DA Increased: 3% ডিএ বৃদ্ধি রাজ্যের কর্মী ও পেনশনভোগীদের; আর্থিক সংকটেও মিলছে সুযোগ, বললেন মুখ্যমন্ত্রী

আগামী মার্চ মাস থেকে আরও 3 শতাংশ হারে ডিএ (DA Increased) পাবেন রাজ্যের কর্মচারী ও পেনশনভোগীরা ৷ বাজেট (Bengal Budget 2023) পেশের সময় এ কথা ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আর্থিক সংকটেও সরকারি কর্মীদের নানা সুযোগ-সুবিধে দিচ্ছে সরকার ৷

Mamata Banerjee ETV Bharat
মুখ্যমন্ত্রী

By

Published : Feb 15, 2023, 3:58 PM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি:বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA Increased)৷ বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করলেন যে, আরও 3 শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা ৷ সরকারি পেনশনভোগীরাও আরও 3 শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন বলে ঘোষণা করেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আর্থিক সংকটের মধ্যেও রাজ্য সরকারি কর্মচারীদের নানা সুযোগ সুবিধে দিচ্ছে রাজ্য সরকার ৷

সরকারি কর্মীদের হুঁশিয়ারিতে চাপে সরকার: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে কর্মীদের আন্দোলনে যথেষ্ট চাপ রয়েছে সরকারের উপর ৷ বকেয়া ডিএ না দেওয়া হলে ভোটের আগে কাজে যাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ৷ মঙ্গলবার তারা নবান্ন ও নির্বাচন কমিশনের উদ্দেশে এই হুমকি দিয়েছে ৷ কাজেই বুধবারের বাজেটে যে ডিএ নিয়ে সরকারের ঘোষণা থাকবে, তা কিছুটা প্রত্যাশিত ছিল ৷

ডিএ বৃদ্ধির কথা ঘোষণা চন্দ্রিমার: এ দিন বাজেট বক্তৃতার শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, "রাজ্য সরকারি কর্মীরা আরও 3 শতাংশ হারে ডিএ পাবেন ৷ পেনশনভোগীরাও আরও 3 শতাংশ হারে ডিএ পাবেন ৷" আগামী মার্চ মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাওয়া যাবে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য ৷ এর ফলে যাঁরা 30,000 টাকা বেতন পান তাঁদের ডিএ বাড়ছে 900 টাকা ৷

মুখ্যমন্ত্রীর চিরকুট চন্দ্রিমাকে দিলেন অরূপ: বুধবার বাজেট বক্তৃতার শেষে হঠাৎ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর বাজেট বক্তৃতা যখন প্রায় শেষের পথে, তখন অরূপ বিশ্বাসের হাতে একটি চিরকুট দিতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ দেখা যায়, সেই চিরকুটটি চন্দ্রিমার হাতে দিয়ে আসেন অরূপ ৷ তার ঠিক পরেই মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "এটা বাজেট বিবৃতির মধ্যে ছিল না ৷ মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এটা আমি ঘোষণা করেছি ৷"

আরও পড়ুন:বাড়ল ডিএ, আসছে নানা নতুন প্রকল্প; একনজরে চন্দ্রিমার রাজ্য বাজেট

কর্মীদের নানা সুবিধে দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী: চন্দ্রিমা ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে বাজেট বক্তৃতা শেষ করার পর তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আর কোনও সংযোজন করতে চান কি না, তা জানতে চান অধ্যক্ষ ৷ তখন মুখ্যমন্ত্রী বলেন, এটি কর্মসংস্থানমুখী বাজেট ৷

ডিএ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেছেন, "আর্থিক সীমিত ক্ষমতার মধ্যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি প্রতিটি উন্নয়নমূলক কর্মসুচিগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ৷ আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও আমরা যে বেতন কমিশন তৈরি করেছিলাম, সেই অনুযায়ী তাঁরা সুযোগ সুবিধে পেয়েছে ৷ এখানকার সরকারি কর্মচারীরা ব্যাঙ্ককে ঘুরতে যেতে পারেন ৷ 10 বছরে একবার মালয়েশিয়া যেতে পারেন, শ্রীলঙ্কায় যেতে পারেন, ভুটান যেতে পারেন ৷ তাঁদের এই সব সুযোগ আছে ৷ পাঁচ বছরে একবার বাইরেও যেতে পারেন তাঁরা ৷"

উল্লেখ্য, বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চলছে আদালতেও ৷ ডিএ মামলার বিচার চলছে সুপ্রিম কোর্টে ৷ সেই মামলার পরবর্তী শুনানি আগামী 15 মার্চ ৷

ABOUT THE AUTHOR

...view details