কলকাতা, 12 এপ্রিল: ক্যালেন্ডারে এখনও বৈশাখ আসেনি । কিন্তু বাইরে যেভাবে তাপপ্রবাহ চলছে, তা যেন বৈশাখকেও হার মানাচ্ছে । আর এই প্রবল গরমে সরকারি কর্মচারীরাও যেন খুঁজছে রোজ রোজ বাইরে বেরোনোর থেকে মুক্তির উপায় ৷ সরকারি কর্মচারীদের জন্য এই অবস্থায় সামান্য হলেও খুশির খবর বয়ে এনেছে ছুটির তালিকা । না, নবান্নের তরফে গরমের জন্য আলাদা করে কোনও ছুটি দেওয়া হয়নি । যা ছুটি ছিল পূর্বঘোষিত, তা দেখেই এই পরিস্থিতিতে কিছুটা হলেও আহ্লাদিত হচ্ছেন সরকারি কর্মচারীরা ।
আবহাওয়া দফতর যখন এই তাপপ্রবাহ থেকে বৃষ্টির কোনও আশার বাণী শোনাতে পারছে না, ঠিক তখন সরকারি কর্মচারীদের জন্য সুখবর শোনাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার । চলতি মাস থেকে আগামী মাসের মাঝামাঝি পর্যন্ত নিয়ম করে দুই থেকে তিন দিনের টানা ছুটি রয়েছে বেশ কয়েকটি । অতএব এই তাপপ্রবাহের ঝুঁকি থেকে বাঁচার একটা সুযোগ সরকারি কর্মচারীদের করে দিচ্ছে ক্যালেন্ডার ।
সরকারি কর্মচারীদের জন্য প্রথম ছুটি রয়েছে আগামী 14 এপ্রিল, শুক্রবার । সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন দিয়ে এই তালিকার শুরু । এরপর পরের দিন অর্থাৎ 15 এপ্রিল পহেলা বৈশাখ একই সঙ্গে শনিবার হাওয়ায় অধিকাংশ সরকারি দফতর ছুটি । ফলে 14-16 এই টানা তিনদিনের ছুটি রয়েছে এখানে ।