কলকাতা, 16 সেপ্টেম্বর: স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একাধিক আধিকারিক ৷ এছাড়াও রয়েছেন শিল্পপতি-সহ আরও অনেকে ৷ সেই প্রতিনিধি দলের কয়েকজন শনিবার বৈঠক করেন স্পেন সরকারের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ সংস্থা আইসিইএক্স এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে ৷ এই বৈঠকটি আয়োজনের ব্যবস্থা করে দিয়েছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স বা আইসিসি ৷
শনিবার ভারতীয় সময় বিকেল 4টে 44 মিনিটে আইসিসির এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি পোস্ট করা হয় ৷ সেখানেই এই বৈঠক নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷ ওই পোস্টে জানানো হয়েছে যে আইসিইএক্স-এর ডিরেক্টর জেনারেল জাভিয়ের সেরা গুয়েভারার সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্পসচিব বন্দনা যাদব, শিল্পপতি সঞ্জয় বুধিয়া ও ড. রাজীব সিং-সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন ৷
আইসিসি-র তরফে আরও জানানো হয় যে বৈঠকে বাংলায় বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্য়ে ৷ মুখ্যসচিব তাঁদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে আইসিইএক্স-কে অবহিত করেন ৷ পাশাপাশি আগামী নভেম্বর হতে চলা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস (শিল্প সম্মেলন)-এ জাভিয়ের সেরা গুয়েভারাদের আমন্ত্রণও জানান মুখ্যসচিব ৷