পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

New Boards for Minorities-Migrants: সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড গড়ল রাজ্য - মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড

সংখ্যালঘু ও পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড গঠন করল রাজ্য সরকার (New Boards for Minorities and Migrant Labours) ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পরে তা ঘোষণা করেন মন্ত্রী মলয় ঘটক ৷

New Boards for Minorities-Migrants
New Boards for Minorities-Migrants

By

Published : Mar 27, 2023, 6:36 PM IST

Updated : Mar 27, 2023, 7:36 PM IST

নতুন ডেভেলপমেন্ট বোর্ড নিয়ে বলছেন মন্ত্রী মলয় ঘটক

কলকাতা, 27 মার্চ: দু’টি নতুন ডেভেলপমেন্ট বোর্ড গঠন করল রাজ্য সরকার ৷ একটি গঠন করা হল পরিযায়ী শ্রমিকদের জন্য ৷ আর দ্বিতীয়টি সংখ্যালঘুদের জন্য তৈরি করা হয়েছে ৷ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল ৷ সেখানেই এই দু’টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ পরে এই বিষয়ে বিস্তারিত বলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ৷

প্রসঙ্গত, করোনাকালে প্রথম পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র সামনে এসেছিল । কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের সংখ্যা কত, কত সংখ্যক মানুষ রোজ এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যান, সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য রাজ্যের হাতে ছিল না । সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের জন্য একটা ব্যাংক তৈরির নির্দেশ দিয়েছিলেন । সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই নিয়েই মাইগ্রেন্ট ওয়ার্কার ডেভেলপমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত হয় (Development Board for Migrant Labours) ৷

এই বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে মলয় ঘটককে । এবার থেকে পরিযায়ী শ্রমিকদের ভালো মন্দের বিষয়টি দেখবে এই বোর্ড । মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকেরা বিভিন্ন রাজ্যে কাজের জন্য যান । তাঁদের নজরদারির জন্য কোনও ব্যবস্থা ছিল না । এদিন মুখ্যমন্ত্রী একটি বোর্ড গঠন করেছেন । সেই বোর্ডের মাধ্যমে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের চিহ্নিতকরণ ও নথিভুক্তকরণ করা হবে । বিপদের সময় যাতে তাঁদের পাশে দাঁড়াতে পারে রাজ্য, সেই জন্য এই বোর্ড গঠন করা হয়েছে ।

একই সঙ্গে এদিন রাজ্য সরকারের তরফ থেকে মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Development Board for Minorities) । প্রসঙ্গত, সাগরদিঘি নির্বাচনে হারের পর সংখ্যালঘুরা তৃণমূলের পাশ থেকে সরে যাচ্ছে বলে জল্পনা ছড়ায় ৷ এরপরই সংখ্যালঘুদের মন বুঝতে পাঁচ সদস্যের একটি কমিটি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রে খবর, এই কমিটি দলীয় স্তরে গঠন করা হলেও, এর কাজ শুধুমাত্র হারের কারণ পর্যালোচনা করা ছিল না । রাজ্যের সংখ্যালঘু মানুষ আদৌও কি সরকারের উপর ক্ষুব্ধ, সেটা বোঝারও চেষ্টা করেছিল এই কমিটি ।

জানা গিয়েছে, দলীয় স্তরে এই কমিটি রিপোর্ট ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা পড়েছে । তৃণমূলের বৈঠকে তা নিয়ে পর্যালোচনাও করেছেন দলনেত্রী । এবার প্রশাসনিক স্তরে সংখ্যালঘুদের উন্নয়নকে গতি দিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন তিনি । আর সেই কারণেই এই বোর্ড গঠন বলে মনে করা হচ্ছে ।

এই নিয়ে মলয় ঘটক বলেছেন, ‘‘2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য সরকারের তরফ থেকে সংখ্য়ালঘুদের জন্য অনেক উন্নয়নের কাজ করা হয়েছে । ইতিমধ্যেই তাদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু হয়েছে । এদিন তাদের উন্নয়নের জন্য একটি নতুন বোর্ড গঠন করা হল । আগামিদিনে সংখ্যালঘুদের উন্নয়ন পরিচালনা ও দেখাশোনা এদের মাধ্যমেই হবে ।’’

আরও পড়ুন:ধর্মঘট ব্যর্থ, ছাড় পাবেন না অনুপস্থিত কর্মীরা ! বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন

Last Updated : Mar 27, 2023, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details