কলকাতা, 13 ডিসেম্বর: জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যের আইনজীবী কিশোর দত্ত । এই সংক্রান্ত মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ ৷ সেই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার রাজ্য়ের তরফে আবেদন করা হয়েছে । প্রধান বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে ।
গত 7 ডিসেম্বর বিচারপতি জয় সেনগুপ্ত বিধানসভায় বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার মামলায় 10 জানুয়ারির মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দেন । পাশাপাশি 17 জানুয়ারি পর্যন্ত মামলাকারীদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেয় আদালত ৷ আর কলকাতা পুলিশের সমস্ত তদন্তে স্থগিতাদেশ দেন বিচারপতি । সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল করেছে ।
উল্লেখ্য, দিন কয়েক আগে বিধানসভার অধিবেশন চলাকালীন তৃণমূল বিধায়করা একটা ধরনা কর্মসূচি পালন করছিল ৷ পাশাপাশি বিজেপিও আলাদা একটা অবস্থান বিক্ষোভ করছিল । সেই সময় তৃণমূলের ধরনা মঞ্চ থেকে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ পরে তৃণমূল অভিযোগ করে, জাতীয় সঙ্গীত গাইতে সামিল হয়নি বিজেপি ৷ তাই বিজেপির বিরুদ্ধে তারা জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ তোলে ৷