পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজ়নেস সামিটের নামে উৎসব হচ্ছে, বলছে বিরোধীরা - adhir chowdhury

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নিয়ে কথা বললেন অধীর রঞ্জন চৌধুরি এবং অশোক ভট্টাচার্য। বিজনেস সামিটের বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

অধীর চৌধুরি

By

Published : Feb 9, 2019, 6:26 PM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট গতকাল শেষ হয়েছে। এবছর মোট ২ লাখ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকা লগ্নির প্রস্তাব এসেছে। মউ (MoU) স্বাক্ষরিত হয়েছে ৮৬টি। কিন্তু সেগুলির বাস্তবায়ন কতটা হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি এবং শিলিগুড়ির CPI(M) বিধায়ক তথা মেয়র অশোক ভট্টাচার্য।

অশোকবাবু বলেন, "এই বিজ়নেস সামিটের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সেন্ট্রাল স্ট্যাটিসটিকাল অফিস (CSO) থেকে আমি জেনেছি, পশ্চিমবঙ্গ শিল্পের ক্ষেত্রে মোটেই ভালো অবস্থায় নেই। শিল্প প্রস্তাবের ক্ষেত্রে রাজ্যের স্থান অষ্টম। বিনিয়োগ এবং শিল্পের ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়েছে আমাদের রাজ্য। নতুন করে কর্মসংস্থান হচ্ছে না। বামফ্রন্টের সময় রাজ্যে শেষবার কর্মসংস্থান হয়েছিল। বর্তমান রাজ্য সরকার নিজেদের প্রচারের জন্য বিভিন্ন রকম কায়দা নিচ্ছে। বেঙ্গল গ্লোবাল বিজ়নেস সামিট তেমনই একটি প্রচার মাধ্যম। নিজেদের প্রচারের জন্য শিল্পপতিদের নিয়ে এসে বিভিন্ন রকম উৎসব করা হচ্ছে। সাধারণ মানুষের অর্থনৈতিক এবং সামাজিক জীবনে এর কোনও প্রভাব পড়ছে না।"

অধীরবাবু বলেন, "এই নিয়ে পাঁচবার বিজ়নেস সামিট হল। এর আগের কোনও প্রস্তাবই বাস্তবায়িত হয়নি। এই বারেও হবে না। টাকা তো আর আকাশ থেকে পড়ে না। বিজ়নেস সামিটের পর বলা হয় রাজ্যে শিল্পক্ষেত্রে এক এত টাকা নাকি বিনিয়োগ হবে। সেই বিনিয়োগের টাকা কোথায় যায় কিছুই তো জানতে পারি না।"

ABOUT THE AUTHOR

...view details