পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Buddhadeb Bhattacharya Health Update: ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে বুদ্ধদেব, সংক্রমণ কমার কথা জানাল মেডিক্যাল বোর্ড - প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Former CM Buddhadeb Bhattacharya's Health Update:গত শনিবার গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ তার পর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ৷ সোমবার তাঁর সিটি স্ক্যান করা হয় ৷ সেই স্ক্যানের রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, সংকট না কাটলেও ভালো আছেন বুদ্ধদেব ৷ সংক্রমণও কমছে ৷

Buddhadeb Health Update
Buddhadeb Health Update

By

Published : Jul 31, 2023, 2:47 PM IST

Updated : Jul 31, 2023, 4:06 PM IST

কলকাতা, 31 জুলাই: আশার আলো বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় । হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন থেকে বের করে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে । সোমবার সকালে সিটি স্ক্যান করার পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে । ওই রিপোর্টের উপর নির্ভর করেই ভেন্টিলেশনের পরিমাপ ঠিক করার কথা ছিল । দুপুরে 1টা নাগাদ তাঁর চিকিৎসায় গঠন করা 11 সদস্যদের মেডিক্যাল বোর্ড একটি বৈঠক করে । তারপরেই তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হয় । প্রায় 2 ঘণ্টার বেশি তাঁকে পর্যবেক্ষক করা হয় । সেখানে দেখা যায় তাঁর শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি ।

এ দিকে সোমবার সকাল 7টা 19 মিনিট নাগাদ সিটি স্ক্যান করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের । তাঁর সিটি স্ক্যান রিপোর্ট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । সেই রিপোর্ট আসার পর তা নিয়ে বৈঠকে বসেন 11 সদস্যদের মেডিক্যাল বোর্ড । বৈঠক শেষের মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হয়েছে, জ্ঞান রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের । সাড়া দিচ্ছেন । ইনফেকশন অনেকটাই কমেছে । তবে এখনই তাঁকে সংকটমুক্ত বলা যাবে না ৷ যে অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল তার থেকে উন্নতি হয়েছে বলেই জানান চিকিৎসকরা । তবে এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাওয়া-দাওয়া করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ।

আরও পড়ুন:সকালেই হল সিটি স্ক্যান, কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ?

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই অসুস্থ ৷ অসুস্থতার জেরে তাঁকে একাধিকবার হাসপাতালেও ভরতি হতে হয়েছে ৷ এমনকী, কোভিডে আক্রান্ত হয়েও তিনি হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ গত শনিবার তিনি ফের হাসপাতালে ভরতি গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে ৷

সেদিন আলিপুরের যে বেসরকারি হাসপাতালে তিনি ভরতি হয়েছিলেন, আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন ৷ তাঁর চিকিৎসায় গড়া হয়েছে মেডিক্যাল বোর্ড ৷ সেই বোর্ডের তত্ত্ববধানেই চলছে তাঁর চিকিৎসা ৷ শনিবার তিনি যখন হাসপাতালে ভরতি হন, তখন তাঁর জ্বর ছিল ৷ চিকিৎসা শুরু হওয়ার পর আর তাঁর জ্বর আসেনি ৷ চিকিৎসকরা জানিয়েছেন যে তিনি বাইল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত ৷

সোমবার মেডিক্যাল বোর্ডের তরফে জানানো হল, সংকট না কাটলেও তাঁর শারীরিক অবস্থা ভালো ৷ পাশাপাশি ভেন্টিলেশন থেকে বের করে তাঁকে বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হল৷ ফলে গত শনিবার তাঁর শুভাকাঙ্খীদের যে উদ্বেগের প্রহর পার করতে হচ্ছিল, তা নিঃসন্দেহে এবার কিছুটা কমবে ৷

আরও পড়ুন:বুদ্ধদেবের দ্রুত আরোগ্য কামনায় তৃণমূল নেতৃত্ব

Last Updated : Jul 31, 2023, 4:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details