কলকাতা, 2 মে : বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ আর তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷ এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা টালিগঞ্জ বিধানসভার বিজেপির পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এমনই একটি পোস্ট করেছেন বিজেপির এই নেতা ৷ যেখানে তিনি জানিয়েছেন, তৃণমূলের এই জয়ের জন্য তিনি মমতা বন্দ্য়োপাধ্যায়কে শুভেচ্ছা জানাবেন না ৷ এমনকি তিনি বাংলার মানুষের এই রায়কে কোনওভাবেই সম্মান করেন না বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয় ৷ আর তাঁর এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে ৷ যার পরেই তিনি টুইটার থেকে সেই পোস্টটি ডিলিট করে দেন ৷
আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে ভরাডুবি হয়েছে বিজেপির ৷ যে বিজেপি আশা করেছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার মসনদে ক্ষমতায় আসবে ৷ কিন্তু, বাংলার মানুষ পদ্মশিবিরের সেই স্বপ্নে জল ঢেলে, বাস্তবের মাটিতে আছড়ে ফেলেছে ৷ তবে, এই রায় মেনে নিতে পারছেন না বিজেপির টালিগঞ্জেপ পরাজিত প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ আর তাই সোশ্যাল মিডিয়ায় মানুষের এই রায়কে সোজাসুজি প্রত্য়াখ্যান করলেন তিনি ৷ জানিয়ে দিলেন, বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে ৷ তাই তিনি এই রায়কে সম্মান করেন না ৷