- হুগলিতে প্রতিবন্ধী বৃদ্ধাকে ভোট দেওয়ানোর অভিযোগ উঠল প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ৷
লাইভ : বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 79.79 শতাংশ - প্রথম দফার ভোট
![লাইভ : বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 79.79 শতাংশ bengal election 2021](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11175322-thumbnail-3x2-collage.jpg)
19:00 March 27
আজ থেকে শুরু আট দফার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ৷ আজ প্রথম দফার ভোটগ্রহণ হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ৷ 30টি আসনে 191 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷ সকাল সাতটা থেকে করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷
17:37 March 27
- বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 79.79 শতাংশ
15:11 March 27
- দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 70.17 শতাংশ
15:01 March 27
- ভোটারদের পান, বিড়ি, গুটখা দিয়ে প্রভাবিত করার চেষ্টা তৃণমূলের । বিজেপির তরফেও দেওয়া হয়েছে পান ও চকোলেট । ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার 280 নম্বর বুথে দেখা গেল এমন চিত্র ৷
14:47 March 27
- কাঁথিতে ভোট দিলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী ৷ দ্বিতীয় দফার ভোটে আরও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি ৷
13:48 March 27
- ভোট দিতে যাওয়ার আগেই তৃণমূল কর্মীরা জানলেন আগেই তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে ৷ পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির 4 নম্বর পচাখালি বুথের ঘটনা
13:48 March 27
- শালবনির 157 ও 158 নম্বর বুথে বিজেপি কর্মীদের দাদাগিরি ৷ অভিযোগ কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি কর্মীরা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটক ৷
13:28 March 27
- প্রথম দফার ভোটে তৃণমূলের হয়ে কারচুপিতে সাহায্য করেছেন কয়েকজন পুলিশ আধিকারিক ৷ এই অভিযোগে নির্বাচন কমিশনকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী ৷ হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং নন্দীগ্রাম থানার কয়েকজন আধিকারিককে সাসপেন্ড করার দাবি তুলেছেন তিনি ৷
13:04 March 27
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.90 শতাংশ ৷ বাঁকুড়ায় 57.40, ঝাড়গ্রামে 59.23, পশ্চিম মেদিনীপুরে 52.60, পূর্ব মেদিনীপুরে 57.75 এবং পুরুলিয়ায় 51.42 শতাংশ ভোট পড়েছে ৷
12:39 March 27
- পুরুলিয়ায় 127 নম্বর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূল-বিজেপির বচসা ৷ বিজেপির এসসি মোর্চার মণ্ডল সভাপতি দীপক বাউরিকে প্রকাশ্যে গুলি করে খুনের হুমকির অভিযোগ ৷ পুরুলিয়ার তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ৷
12:31 March 27
- ভোট দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ নিজের বাড়ি কুলিয়ানা গ্রামের হাই স্কুলে ভোট দেন বিজেপির রাজ্য সভাপতি
12:31 March 27
- তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট রাম গোবিন্দ দাস এই হামলার সঙ্গে জড়িত ৷ সৌমেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে অভিযোগ তৃণমূল নেতা দিব্যেন্দু অধিকারীর ৷ তিনি বলেছেন, "সৌমেন্দু ঠিক আছে ৷ কিন্তু ওর গাড়ির চালককে মারধর করা হয়েছে ৷ পুলিশ পর্যবেক্ষককে বিষয়টি জানিয়েছি ৷"
12:11 March 27
- গড়বেতা হেতাশোল এলাকায় ভোট দিয়ে ফেরার পথে আক্রান্ত বিজেপি সমর্থকরা ৷ অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত 12 জন ৷
12:02 March 27
- তৃণমূলের বিরুদ্ধে সৌমেন্দু ও তাঁর গাড়ির চালককে আটকে রাখার অভিযোগ
12:01 March 27
- দক্ষিণ কাঁথির সাবাজপুটে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ৷
11:59 March 27
- "তৃণমূলের হার নিশ্চিত ৷ তাই এইসব কথা বলছে ৷ কোনও অভিযোগ থাকলে তৃণমূলের উচিত নির্বাচন কমিশনের কাছে যাওয়া ৷" বিজেপির বিরুদ্ধে তৃণমূলের রিগিংয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে বললেন দিলীপ ঘোষ ৷
11:31 March 27
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 35.54 শতাংশ
11:23 March 27
- পাঁচ মিনিটের ব্যবধানে কীভাবে অর্ধেকে নেমে আসে ভোট শতাংশ ? প্রশ্ন তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ডেরেক ও ব্রায়েন
11:16 March 27
- বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন রানীবাঁধের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রম । তাঁর দাবি, সব কেন্দ্রে যথেষ্ট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নেই ৷
11:13 March 27
- ভগবানপুরের 279 ও 280 নম্বর বুথে ভোটদানে বাধা
11:10 March 27
- নির্মল হৃদয় আশ্রমে তৃণমূল ও বিজেপি উভয় পক্ষ ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে
11:00 March 27
- কাঁথিতে মানুষকে ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে ৷ অভিযোগ বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর
10:51 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদা
10:41 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার 7
10:31 March 27
- প্রথম দফা ভোটের দিন খাস কলকাতায় উদ্ধার 26টি তাজা বোমা
10:29 March 27
- ভোট দিলেই যাচ্ছে পদ্মে ৷ দক্ষিণ কাঁথিতে ইভিএমে কারচুপির অভিযোগ ৷ ঘটনার প্রতিবাদে কাঁথি দেপাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ৷
10:19 March 27
- এক দশক পর ভোট দিলেন প্রাক্তন জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ স্ত্রী নিয়তি মাহাতকে নিয়ে ঝাড়গ্রাম বিধানসভার বীরকাঁড় প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি
10:17 March 27
- ভোট লুঠ, বুথ জ্যামের অভিযোগ করলেন খড়গপুর গ্রামীণ বিজেপি প্রার্থী তপন ভুঁইঞা
10:14 March 27
- সকাল দশটা পর্যন্ত বাঁকুড়ায় 18.36 শতাংশ, ঝাড়গ্রামে 16.17, পশ্চিম মেদিনীপুরে 16.75, পূর্ব মেদিনীপুরে 13.70 এবং পুরুলিয়ায় 13.97 শতাংশ ভোট পড়েছে
10:08 March 27
- তৃণমূলের মধ্যে বুথের 100 মিটারের মধ্যে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির ৷ হাতি এলাকার 53 নম্বর বুথের ঘটনা ৷
10:07 March 27
- পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একটি বুথে 45 শতাংশ ভোট পড়েছে ৷ জানাল কমিশন
09:58 March 27
- চন্দ্রকোনা রোড 60 নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে পথ অবরোধ সুশান্ত ঘোষের
09:58 March 27
- সুশান্ত ঘোষের উপর হামলায় গ্রেফতার চারজন
09:58 March 27
- মেদিনীপুরে দুঘণ্টায় ভোট পড়ল 20 শতাংশ
09:57 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী সুখময় সৎপতি । ঝাড়গ্রাম আরবিএম হাই স্কুলের 180 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
09:32 March 27
- "বাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে ৷ বাংলার বিশ্বাসঘাতককে হারাবে বাংলার মেয়ে ৷" প্রথম দফার ভোটগ্রহণের মাঝে টুইট ডেরেক ও ব্রায়েনের
09:31 March 27
- "বাংলার গৌরবকে পুনঃপ্রতিষ্ঠিত করতে অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোটদান করুন ।" টুইট অমিত শাহের
09:29 March 27
- সকাল নটা পর্যন্ত 8.98 শতাংশ ভোট পড়েছে ৷
09:25 March 27
- গ্রীষ্মের দাবদাহ এড়াতে সকাল সকাল ভোটগ্রহণ কেন্দ্রে ভিড় । এই ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন বুথে।
09:21 March 27
- রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর বালিকা বিদ্যালয়ে 217/218 নং বুথে ইভিএম মেশিন বিকল ৷ লাইন দিয়ে দাঁড়িয়ে ভোটাররা
08:52 March 27
- কেশিয়াড়িতে মঙ্গল সোরেন নামে এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ৷
08:51 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ ৷
08:51 March 27
- ভোট দিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী সমিত দাস ৷ ভোট দিয়ে বেরিয়ে তাঁর অভিযোগ, গ্রামের দিকে তৃণমূলের কর্মীরা ঝামেলার চেষ্টা করছে ৷ 266, 267 নম্বর বুথে সাত আটজন তৃণমূল কর্মীরা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে ৷ নির্বাচন কমিশনকে অবিলম্বে অভিযোগ জানানো হয়েছে ৷
08:33 March 27
- "বাংলার সকল মানুষকে আমি অনুরোধ করব নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, সবাই আসুন, ভোট দিন ।" টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
08:32 March 27
- সুশান্ত ঘোষের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগ
08:31 March 27
- শালবনির গুইয়াদহ এলাকায় তিনটি বুথে বসতে দেওয়া হয়নি সংযুক্ত মোর্চার এজেন্ট ৷ সুশান্ত ঘোষ গিয়ে এজেন্ট বসান
08:30 March 27
- পাথরঘাটা 256 নম্বর বুথে আলো কম থাকার অভিযোগ ভোটারদের
08:29 March 27
- এখনও পর্যন্ত পাঁচটি জেলায় 90টি ইভিএম খারাপ ৷ ভোটগ্রহণ শুরু হতে দেরি ৷
08:26 March 27
- ইভিএম খারাপ থাকায় পুরুলিয়ার মহাত্মা গান্ধি কলেজ, লালপুরে ভোট শুরু করা যায়নি
08:22 March 27
- পুরুলিয়ার 12 নম্বর ওয়ার্ডে আক্রান্ত তৃণমূল কর্মীরা । অভিযোগের তীর বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়ের ভাই বিল্টু মুখোপাধ্যায়ের দিকে । আহত দুজনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে
08:22 March 27
- ভোট দিলেন ঝাড়গ্রামের সিপিএম প্রার্থী মধুজা সেন রায় । ঝাড়গ্রাম ননিবালা বিদ্যালয়ে ( উচ্চমাধ্যমিক ) ভোট দেন তিনি ।
08:06 March 27
- কেশিয়াড়িতে বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ
08:04 March 27
- শালবনিতে 140 নম্বর বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ
08:02 March 27
- শালবনির একটি নম্বর বুথে এজেন্ট নিয়ে সমস্যা ৷ সংযুক্ত মোর্চার এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের
08:01 March 27
- মির্জাবাজার কুমারপাড়ার 218 নম্বর বুথে ইভিএম খারাপ
08:00 March 27
বাঁকুড়ার 4টি বিধানসভায় 1328টি বুথে চলছে ভোটগ্রহণ ।
07:58 March 27
- পুরুলিয়ায় 9 টি বিধানসভায় 2491টি বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ । জেলায় এখনও পর্যন্ত অপ্রীতিকর ঘটনা বা ইভিএম খারাপ হওয়ার খবর নেই ।
07:56 March 27
- ঝাড়গ্রামে চারটি বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ বুথ সংখ্যা 1307টি । মাওবাদী অধ্যুষিত জেলা হওয়ায় প্রতিটি বুথেই স্পর্শকাতর ।
07:41 March 27
- কেশিয়াড়িতে ভোটারদের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
07:40 March 27
- কেশিয়াড়ি বিধানসভায় অর্জুনগেড়িয়া 221 নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় বন্ধ ভোটগ্রহণ
07:39 March 27
- মিশন স্কুল কুমার পাড়া 219 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ
07:38 March 27
- পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের 132 নম্বর কুম্ভরবা বালিকা বিদ্যালয়ে সকাল থেকেই ইভিএম মেশিন খারাপ
07:37 March 27
- ভোটগ্রহণ শুরু হতেই একাধিক জায়গা থেকে ভোটিং মেশিন বিগড়ানোর খবর আসছে
07:36 March 27
- বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন পটাশপুর থানার ওসি দীপক কুমার চক্রবর্তী
07:31 March 27
- মেদিনীপুর বিধাননগর প্রান্তিক স্কুলে ইভিএম মেশিন খারাপ ৷ ভোট শুরু হতে বিলম্ব
07:31 March 27
- প্রথম দফার ভোটে নজরে রয়েছেন- সুশান্ত ঘোষ (শালবনি), জুন মালিয়া (মেদিনীপুর), বীরবাহা হাঁসদা (ঝাড়গ্রাম), সুখময় সৎপথি (ঝাড়গ্রাম), উত্তরা সিংহ (গড়বেতা), অখিল গিরি (রামনগর), মধুজা সেন রায় (ঝাড়গ্রাম), নরহরি মাহাত (জয়পুর)
07:13 March 27
- ভোটগ্রহণ শুরু হতেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ ভোটদাতাদের রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানিয়েছেন তিনি ৷
07:13 March 27
- ঝাড়গ্রামের একটি কেন্দ্রে সকাল সকাল ভোট দিতে পৌঁছে গিয়েছেন মহিলারা
07:08 March 27
- বলরামপুর বিধানসভার শিমুলিয়ায় শুরু ভোটগ্রহণ
07:08 March 27
- প্রতিটি বুথে করোনা সুরক্ষা মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ বুথে ঢোকার আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে
07:08 March 27
- ঘড়ির কাঁটা 7টার ঘরে প্রবেশ করতেই শুরু হয়ে গেল রাজ্যে প্রথম দফার নির্বাচন
07:01 March 27
- আহত জওয়ানকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ৷
07:00 March 27
- পটাশপুরের আড়গোয়াল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর এই জওয়ানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়
06:59 March 27
- পূর্ব মেদিনীপুরের পটাশপুরে দুষ্কৃতীদের বোমায় আহত কেন্দ্রীয় বাহিনী
06:59 March 27
- ভোটকর্মীদের খাবার দিয়ে ফিরছিল গাড়িটি । স্থানীয়দের ধারণা, গাড়িটিতে আগুন লাগানো হয়েছে।
06:17 March 27
- ভোটগ্রহণ শুরুর আগেই পুরুলিয়ার বান্দোয়ানে ভোটের কাজে ব্যবহৃত গাড়িতে লাগল আগুন ।