পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানিকতলায় বিজেপি কর্মী ও তাঁর মাকে মারধর, অভিযুক্ত তৃণমূল

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি , রাত 11 টা নাগাদ তাদের এক কর্মী দেবদত্ত ভট্টাচার্যকে ফোন করে বলা হয় অন্য এক বিজেপি কর্মীকে মারধর করা হচ্ছে । দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে তখনই বাড়ি থেকে বেরিয়ে আসেন দেবদত্তবাবু ৷ এরপর হাতিবাগান টোলের কাছে আসতেই তাঁকে মারধর করতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ উঠছে ।

মানিকতলায় বিজেপি কর্মী ও তার মাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল
মানিকতলায় বিজেপি কর্মী ও তার মাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল

By

Published : Apr 19, 2021, 9:04 AM IST

মানিকতলা , 19 এপ্রিল : রাজনৈতিক ঝামেলার জেরে রবিবার উত্তপ্ত হয়ে উঠল মানিকতলা বিধানসভা কেন্দ্রের অরবিন্দ সরণী এলাকা । এক বিজেপি কর্মী ও তার মাকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ওই বিজেপি কর্মীর নাম দেবদত্ত ভট্টাচার্য ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় বটতলা থানার পুলিশ ৷

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি , রাত 11 টা নাগাদ তাদের এক কর্মী দেবদত্ত ভট্টাচার্যকে ফোন করে বলা হয় অন্য এক বিজেপি কর্মীকে মারধর করা হচ্ছে । দলীয় কর্মীকে মারধরের খবর পেয়ে তখনই বাড়ি থেকে বেরিয়ে আসেন দেবদত্তবাবু ৷ এরপর হাতিবাগান টোলের কাছে আসতেই তাঁকে মারধর করতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনটাই অভিযোগ উঠছে । তাঁকে বাঁচাতে এলে তাঁর মাকেও মারধর করা হয় বলে বিজেপির তরফে অভিযোগ ।

মানিকতলায় বিজেপি কর্মী ও তার মাকে মারধরের ঘটনায় অভিযুক্ত তৃণমূল

আরও পড়ুন :প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বটতলা থানার পুলিশ ৷ মানিকতলা বিধানসভার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ঘটনাস্থলে যান । তিনি জানান, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের কর্মী দেবদত্ত ভট্টাচার্যকে মারধর করেছে ৷ যদিও অভিযোগ অস্বীকার করে মানিকতলার তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে জানান , এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details