কলকাতা, 4 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপমান’ করা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় সভা করতে এসে যেভাবে দলনেত্রীকে টিপ্পনী করছেন তাতে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা ৷ তাঁদের অভিযোগ, এতে অপমানিত হচ্ছেন তৃণমূল সুপ্রিমো ৷ তার প্রতিবাদ জানিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও অভিনেত্রী অনন্যা চক্রবর্তী।
কয়েকদিন আগে রাজ্য়ে এসে "দিদি...ও দিদি..." বলে মমতাকে টিপ্পনী করেন মোদি ৷ এই ধরনের শব্দ বা টিপ্পনী অপমানজনক বলে মনে করছে রাজ্যের শাসকদল ৷ আর তাই তৃণমূল করংগ্রেসের তরফে আজ সাংবাদিক বৈঠক করে বিষয়টির প্রতিবাদ করা হয় ৷
আরও পড়ুন-ক্ষমতায় এসে ‘দিল্লির ফর্মুলা’! দালালির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি মমতার