কলকাতা, 16 এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন কি ট্যাপ করা হয়েছিল ? বিজেপি মুখ্যমন্ত্রীর একটি অডিয়ো টেপ প্রকাশ করার পর সাংবাদিক বৈঠকে এই প্রশ্নটাই তুললেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ফের বিজেপির তরফে সামনে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যেয়ের একটি অডিয়ো টেপ ৷ যা নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি ৷ শুক্রবার সন্ধ্যায় অডিয়ো টেপটি প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাদের দাবি, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সেখানে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে ৷ সেই ফোন কলের অডিয়ো রেকর্ডিংই তারা সামনে এনেছে ৷ যদিও ওই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি ইটিভি ভারত ৷
আজ সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে সুখেন্দুশেখর রায় ও ডেরেক ও’ব্রায়েন প্রথমেই অডিয়ো টেপটির সত্যতা যাচাই করার কথা বলেন ৷ তারপরই সুখেন্দু শেখর রায় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মলব্যকে একহাতে নেন ৷ তাঁকে উত্তর প্রদেশের মিথ্যাচারের ফ্যাক্টারি ম্যানেজার ও বহিরাগত বর্গী বলে উল্লেখ করেন ৷ তারপর বিজেপির প্রকাশ করা অডিয়ো টেপটি পুনরায় চালান তৃণমূল ভবনে ৷