পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপাতত স্থিতিশীল, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাধন - Sandhan Pande admitted to hospital

সাধন পাণ্ডের শারীরিক অবস্থার আজ সকাল থেকে অবনতি হতে শুরু করে ৷ দল বা চিকিৎসকের তরফ থেকে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে ভর্তির পরই দ্রুত করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷

Bengal Election 2021
ছবি

By

Published : Apr 22, 2021, 10:51 AM IST

Updated : Apr 22, 2021, 1:53 PM IST

কলকাতা, 22 এপ্রিল : মদন মিত্রর পর এবার সাধন পাণ্ডে ৷ তৃণমূল কংগ্রেসের আরও এক নেতা গুরুতর অসুস্থ ৷ ইতিমধ্যেই মদন মিত্র, উজ্জ্বল বিশ্বাস, কাজল সিংহের মতো হেভিওয়েট তৃণমূল নেতারা করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৷ সাধন পাণ্ডের করোনা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয় ৷ করোনা সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে বলেই সূত্রের খবর ৷ এরপর অবশ্য তাঁকে বাড়িয়ে পাঠিয়ে দেওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হলেও, তাঁকে টানা বিশ্রামে থাকবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ভোট যত এগিয়েছে, করোনা যেন তত বেশি থাবা বসিয়েছে ৷ ইতিমধ্যেই তৃণমূল বেশ কয়েক বার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছিল ভোটের দফা কমানোর জন্য ৷ কিন্তু নিরাপত্তা এবং অন্য বেশ কিছু ইস্যুকে সামনে রেখে নির্বাচন কমিশন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ৷ কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ যেন ক্রমেই জাঁকিয়ে বসছে কলকাতা, দিল্লি, মহারাষ্ট্র-সহ গোটা দেশে ৷

গতকাল দুপুর থেকে অসুস্থতা বোধ করছিলেন মদন মিত্র ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু রাতের দিকে তাঁর শ্বাসকষ্ট তীব্র হয় ৷ অন্যদিকে আর এক তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডের শারীরিক অবস্থার আজ সকাল থেকে অবনতি হতে শুরু করে ৷ দল বা চিকিৎসকের তরফ থেকে কোনওরকম ঝুঁকি না নিয়ে তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে ভর্তির পরই দ্রুত করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে ৷ পরীক্ষার রিপোর্ট আসার পরেই এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে ৷

আরও পড়ুন : করোনা আক্রান্ত মদন মিত্র, রাজ্যে সংক্রমণ ছাড়াল 10500

তৃণমূল ছাড়া অন্যান্য দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতারা ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৷ সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী, রয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷ দিনকয়েক আগেই সুজনবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ যদিও আজ সকালের খবর, অনেকটাই সুস্থ রয়েছেন তিনি ৷

Last Updated : Apr 22, 2021, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details