কলকাতা, 6 এপ্রিল : আজ হুগলিতে এক সিআরপিএফ জাওয়ানের উপর নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে ৷ এবার ওই জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৷
তৃণমূলের তরফ থেকে কমিশনকে দেওয়া চিঠিতে বলা হয়, হুগলির তারকেশ্বরে নিয়োগ করা সিআরপিএফ জওয়ান এক নাবালিকা স্কুল ছাত্রীকে হেনস্থা করার জন্য দায়ী ৷ যৌন নিগ্রহের জন্য ওই জওয়ানের বিরুদ্ধে তারকেশ্বরের পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয় ৷ চিঠিতে এই এফআইআরের কথাও উল্লেখ করা হয় ৷ চিঠিতে তৃণমূলের তরফ থেকে বলা হয়, অবাধ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য সিআরপিএফ জওয়ান নিযুক্ত করা হয় ৷ তাদের উচিত নিয়ম এবং আইন রক্ষা করা তাদের দায়িত্ব, কিন্তু তা সত্ত্বেও জাওয়ানের এহেন ব্যবহার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে রাজ্যের শাসক দলের তরফ থেকে ৷ এই হেনস্থা নিগৃহীতা এবং তার পরিবারের উপর এটি মানসিক চাপ, একই সঙ্গে এই বিষয়টি স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের উপর প্রভাব ফেলবে এমনটাই জানানো হয়, তৃণমূলের তরফ থেকে ৷