পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে বুথ দখলের অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল - নন্দীগ্রামে বুথ দখলের অভিযোগ

বুথ দখলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ৷ কমিশনে চিঠিও লিখলেন ডেরেক ৷ তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন বুথ দখল করছে বিজেপি কর্মী সমর্থকরা ৷

কমিশনের দ্বারস্থ তৃণমূল
কমিশনের দ্বারস্থ তৃণমূল

By

Published : Apr 1, 2021, 1:35 PM IST

কলকাতা ও নন্দীগ্রাম, 1 এপ্রিল : রাজ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ প্রক্রিয়া ৷ নন্দীগ্রামে ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে ৷ আর এর মধ্যেই নির্বাচন কমিশনে দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷

বুথ দখলের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল ৷ কমিশনে চিঠিও লিখলেন ডেরেক ৷ তৃণমূলের অভিযোগ নন্দীগ্রাম বিধানসভায় বিভিন্ন বুথ দখল করছে বিজেপি কর্মী সমর্থকরা ৷
আরও পড়ুন : মমতা 66 বছরের আন্টি, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

চিঠিতে তিনি লিখেছেন, বিপুল সংখ্যক বিজেপি সমর্থক নন্দীগ্রামের বুথ নম্বর 6, 7, 49, 27, 162, 21, 26, 13, 262, 256, 163, 20 জড়ো হয়েছে ৷ তারা বুথের দখল নিয়ে ইভিএমে কারচুপি ও রিগিং করার চেষ্টা করছে ৷

এদিকে সকাল থেকে দফায় দফায় বিক্ষিপ্তভাবে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ আজ দুপুরে নন্দীগ্রামের রানিচকে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা । গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ ৷ পাশাপাশি, তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগানও তোলে তৃণমূল সমর্থকরা ৷

ABOUT THE AUTHOR

...view details