পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ এনে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থীর স্ত্রী

মনোনয়নপত্রে তাঁর স্বামী নিজের স্ত্রীর নাম সহ পরিবারের ব্যাপারে তথ্য গোপন করেছেন বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানালেন লিপিকা দাস।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Mar 25, 2021, 7:00 PM IST

কলকাতা, 25মার্চ : খেজুরি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর পার্থপ্রতিম দাস মনোনয়নপত্রে তথ্য গোপন করেছেন । এমনই অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে । আর এই অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন খোদ প্রার্থীর স্ত্রী ।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর পার্থপ্রতিম দাস তাঁর মনোনয়নপত্রে নিজের স্ত্রীর নাম সহ পরিবারের ব্যাপারে তথ্য গোপন করেছেন বলে কলকাতা হাইকোর্টে অভিযোগ জানালেন প্রার্থীর স্ত্রী লিপিকা দাস। লিপিকা দাসের অভিযোগ, একাধিক গাড়ি রয়েছে পার্থপ্রতিমের। সম্পত্তির ব্যাপারেও সমস্ত তথ্য মনোনয়নপত্রে দেননি। পাশাপাশি ওঁর ছেলে যে ওঁর ওপর নির্ভরশীল সেটাও জানাননি।

তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন পত্রে তথ্য গোপনের অভিযোগ

আরও পড়ুন :সিপিএম-তৃণমূলের গোপন আঁতাতের তত্ত্ব বিজেপির গলায়

লিপিকাদেবীর কথায়, ‘‘পার্থপ্রতিমবাবুর সঙ্গে আমার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । নিম্ন আদালতে এই মামলা চলাকালীন আমার স্বামী দ্বিতীয় বিবাহও করেছেন । আর এই সমস্ত তথ্যই পার্থপ্রতিমবাবু তাঁর মনোনয়নপত্রে গোপন করে গিয়েছেন ৷’’ লিপিকাদেবী আরও বলেন, "এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে গত 20 তারিখে প্রার্থীপদ বাতিলের আবেদন জানিয়ে অভিযোগ জানিয়েছিলাম। কিন্তু কোনও সদুত্তর দেয়নি নির্বাচন কমিশন। আদালতের কাছে আমার আবেদন, সমাজে মহিলাদের ব্যবহার করা হচ্ছে ৷ সে ব্যাপারে আদালত যেন যথাযথ পদক্ষেপ নেয়।"

ABOUT THE AUTHOR

...view details