কলকাতা, 26 এপ্রিল:একুশের বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোট আজ ৷ কলকাতা বন্দর এলাকার সংযুক্ত মোর্চার প্রার্থী মহম্মদ মোক্তার ৷ তিনি 134 নম্বর ওয়ার্ডের বাতিকল দ্বিতীয় লেনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করেছেন মহম্মদ মোক্তার ।
এই এলাকার দীর্ঘদিনের বিধায়ক ফিরহাদ হাকিম । এদিন তিনি জানান, মহম্মদ মোক্তার ও তাঁর অনুগামীরা ভোট কেন্দ্রে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন । এর বিরুদ্ধে তিনি প্রশাসনের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন । শুরুতেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন তিনি ।