কলকাতা, 11 এপ্রিল : 72 ঘণ্টা কোচবিহারে কোনও রাজনৈতিক নেতারা ঢুকতে পারবে না ৷ গতকালই এমনই নোটিশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে ৷ এদিকে, আজই কোচবিহারে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ যদিও তাঁকে কোনওভাবে কেউ দমাতে পারবে না বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী ৷ আজ নির্বাচন কমিশন ও বিজেপিকে উদ্দেশ্য করে টুইট করে জানিয়ে দিয়েছেন, কোচবিহারে আমার মা-বোনেদের কাছে যেতে ওরা আমাকে তিনদিনের জন্য আটকাতে পারবে ৷ কিন্তু, চতুর্থ দিন আমি সেখানে পৌঁছে যাব ৷ সেইসঙ্গে নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তিনি বলেন, মডেল কোড অফ কনডাক্টের (আদর্শ আচরণবিধি) নাম পরিবর্তন করে মোদি কোড অফ কনডাক্ট রাখা উচিত ৷
গতকাল চতুর্থ দফার ভোটে রণক্ষেত্র চেহারা নিয়েছিল কোচবিহারের মাথাভাঙা অঞ্চল ৷ শীতলকুচি বিধানসভার 126 নম্বর বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ মৃত্যু হয় চারজনের ৷ ঘটনার পরই ওই বুথে ভোটগ্রহণ স্থগিত করে দেয় নির্বাচন কমিশন ৷ সেইসঙ্গে জানিয়ে দেয়, রাজনৈতিক হিংসায় উত্তপ্ত কোচবিহার ৷ তাই আগামী 72 ঘণ্টায় কোচবিহারে কোনও রাজনৈতিক নেতা মন্ত্রীরা যেতে পারবেন না ৷
কোচবিহারের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোচবিহার যাওয়ার কথা ঘোষণা করেন ৷ কিন্তু, নির্বাচন কমিশনের নির্দেশের পর খুব স্বাভাবিকভাবেই আজ সেখানে যেতে পারছেন তৃণমূল সুপ্রিমো ৷ কিন্তু, তাতে যে কেউ তাঁকে আটকে রাখতে পারবে না, সেটা আজ পরিষ্কার করে দিলেন তিনি ৷ নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, "বিশ্বে এমন কোনও কিছু নেই যে আমাকে আমার মা বোনেদের কাছে যেতে এবং তাদের যন্ত্রণা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে ৷ "