পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামের ঘটনায় রিপোর্ট জমা পড়ল কমিশনে

উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি । নন্দীগ্রামের ঘটনায় এই রিপোর্ট জমা পড়ল কমিশনে৷ এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে । রিপোর্টে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে ৷

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 2, 2021, 6:34 PM IST

কলকাতা, 2 এপ্রিল: রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল বৃহস্পতিবার ৷ গতকাল ভোটকে কেন্দ্র করে অশান্তির খবর মিলেছে দিনভর ৷ ওইদিন নন্দীগ্রামের বয়াল মক্তব প্রাইমারি স্কুলে গিয়ে আটকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্ত রিপোর্ট জমা পড়েছে আজ ৷

কমিশন সূত্রে জানা গিয়েছে যে, সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও বৃহস্পতিবার বয়ালে ভোটগ্রহণ ব্যহত হয়নি । এই কেন্দ্রে ছাপ্পা ভোট পড়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টা আটকে পড়েছিলেন । সেখানে ভোটে কারচুপি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ।

আরও পড়ুন :মমতাকে 'এই দিদি' বলে মহুয়ার রকবাজির খোঁচা খেলেন মোদি

অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সেখানকার ঘটনাপ্রবাহ সম্পর্কে রিপোর্ট তলব করে । এব্যাপারে কমিশনের দুই পর্যবেক্ষক যে রিপোর্ট দিয়েছেন সেখানে ভোটে কারচুপির অভিযোগ খারিজ করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details