পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সকাল 9টা পর্যন্ত ভোটের হার 13.14 শতাংশ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী সকাল 9টা পর্যন্ত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটের হার 13.14 শতাংশ ৷

bengal-election-2021-second-phase-polling-1314-per-cent-voter-till-9-am-in-west-bengal
সকাল 9টা পর্যন্ত ভোটের হার 13.14 শতাংশ

By

Published : Apr 1, 2021, 11:29 AM IST

কলকাতা, 1 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে নির্বাচন প্রক্রিয়া ৷ যেখানে 4 জেলার 30 টি বিধানসভায় মোট 171 জন প্রার্থী লড়াই করছেন ৷ যে লড়াইয়ে ভোটদানের হার মোটের উপর স্বাভাবিক ৷ সকাল 9টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় ভোট পড়েছে 13.14 শতাংশ ৷

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ব্যাপক হারে ভোট পড়েছিল ৷ আজ দ্বিতীয় দফাতেও ভোট দানের হার বেশ ভালো ৷ সকাল 7টা থেকে প্রথম দফায় প্রায় 13 শতাংশ ভোট পড়েছে ৷ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৷ আজ দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে মূলত এই ভোট হচ্ছে ৷ 30টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে ৷ যেখানে মোট 171 জন প্রার্থী লড়াই করছেন একে অপরের বিরুদ্ধে ৷ যার মধ্যে 152 জন পুরুষ প্রার্থী এবং বাকি 19 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷ প্রসঙ্গত, দ্বিতীয় দফার এই নির্বাচনে যে কেন্দ্রে সবচেয়ে বেশি নজর তা হল নন্দীগ্রাম ৷ এই কেন্দ্রের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিপক্ষে লড়াই করছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে জাল ভোটারকার্ড সহ ধৃত এক

দ্বিতীয় দফার ভোটে 30টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 75 লক্ষ 94 হাজার 549 জন ৷ যেখানে সবচেয়ে ছোট বিধানসভা কেন্দ্র বিষ্ণুপুরে মোট ভোটার 2 লক্ষ 18 হাজার 690 জন ৷ অন্যদিকে, সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভোটার সংখ্য়া 2 লক্ষ 97 হাজার 849 জন ৷

ABOUT THE AUTHOR

...view details