কলকাতা, 1 এপ্রিল : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আজ ৷ সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে নির্বাচন প্রক্রিয়া ৷ যেখানে 4 জেলার 30 টি বিধানসভায় মোট 171 জন প্রার্থী লড়াই করছেন ৷ যে লড়াইয়ে ভোটদানের হার মোটের উপর স্বাভাবিক ৷ সকাল 9টা পর্যন্ত প্রথম দু’ঘণ্টায় ভোট পড়েছে 13.14 শতাংশ ৷
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ব্যাপক হারে ভোট পড়েছিল ৷ আজ দ্বিতীয় দফাতেও ভোট দানের হার বেশ ভালো ৷ সকাল 7টা থেকে প্রথম দফায় প্রায় 13 শতাংশ ভোট পড়েছে ৷ যার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ভোটদানের হার সবচেয়ে বেশি বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ৷ আজ দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে মূলত এই ভোট হচ্ছে ৷ 30টি বিধানসভা কেন্দ্রে আজ ভোটগ্রহণ চলছে ৷ যেখানে মোট 171 জন প্রার্থী লড়াই করছেন একে অপরের বিরুদ্ধে ৷ যার মধ্যে 152 জন পুরুষ প্রার্থী এবং বাকি 19 জন মহিলা প্রার্থী রয়েছেন ৷ প্রসঙ্গত, দ্বিতীয় দফার এই নির্বাচনে যে কেন্দ্রে সবচেয়ে বেশি নজর তা হল নন্দীগ্রাম ৷ এই কেন্দ্রের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর তাঁর বিপক্ষে লড়াই করছেন বিজেপির শুভেন্দু অধিকারী ৷