পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুকান্তনগরে তৃণমূল এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগ সব্যসাচীর বিরুদ্ধে - সব্যসাচী দত্ত

সুজিত বোসের দাবি, সব্যসাচী দত্ত ওই বুথে এসে অশান্তির সৃষ্টি করেছেন ৷ বুথে থাকা তৃণমূলের এজেন্টকে হুমকি দিয়ে বুথ থেকে তিনি বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ ৷

সব্যসাচী দত্ত
সব্যসাচী দত্ত

By

Published : Apr 17, 2021, 3:18 PM IST

সল্টলেক, 17 এপ্রিল : পঞ্চম দফার ভোট আজ ৷ আজ ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সল্টলেকের সুকান্ত নগরের শান্তিনগর এলাকায় ৷ এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সব্যসাচী দত্তের বিরুদ্ধে অভিযোগ উঠল বুথে এসে তৃণমূলের এজেন্টকে হুমকি দেওয়ার ৷

এদিন সকাল থেকেই উত্তপ্ত সল্টলেকের শান্তিনগর এলাকার এই বুথ ৷ সকালের দিকে এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একপ্রস্থ সংঘর্ষ বাধে ৷ দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে পাথর ছুড়তে করতে শুরু করে ৷ পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে আসেন বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত ৷ তিনি এসে দুই দলকেই অশান্তি থামাতে বলেন ৷

তার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বোস ৷ তাঁর দাবি, সব্যসাচী দত্ত ওই বুথে এসে অশান্তির সৃষ্টি করেছেন ৷ বুথে থাকা তৃণমূলের এজেন্টকে হুমকি দিয়ে বুথ থেকে তিনি বেরিয়ে যেতে বলেন বলে অভিযোগ ৷

সল্টলেকের সুকান্ত নগরে তৃণমূল এজেন্টকে হুমকির অভিযোগ সব্যসাচী দত্তের বিরুদ্ধে

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত ৷ তাঁর অভিযোগ, "তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এইসব করাচ্ছে ৷ বুথ দখল করাই ওদের লক্ষ ৷"

স্থানীয়দের দাবি, সকাল থেকে ভোট শান্তিপূর্ণই হচ্ছিল ৷ বিজেপির কর্মী-সমর্থকারা এসেই সেখানে উত্তেজনার সৃষ্টি করেছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ৷

আরও পড়ুন :বিধাননগর বিধানসভায় এজেন্ট বসানোকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল তরজা

ABOUT THE AUTHOR

...view details