কলকাতা, 26 এপ্রিল: গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 15,889 জন ৷ মৃত্যু হয়েছে 57 জনের ৷ দিন পনেরো আগে অবধি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার ছিল 'মাত্র' সাড়ে চার হাজারের কিছু কম ৷ পনেরো দিনেই সেই সংখ্যাটি লাফিয়ে প্রায় চারগুণ বেড়ে যাওয়ার কারণ কী হতে পারে খুঁজতে গেলে যেটা পাওয়া যাবে তা হল গণতন্ত্রের উৎসব বিধানসভা নির্বাচন এবং তার প্রচার-প্রস্তুতি ৷ এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এর দায় কার?
নির্বাচন কমিশন ভোটের প্রচার এবং নির্বাচন করানোর জন্য প্রাথমিক গাইডলাইন দিলেও তা কতটা মেনে চলা হচ্ছে বা আদৌ মেনে চলা হচ্ছে কিনা তা লক্ষ্য করার দায়বদ্ধতা তেমন অনুভব করতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে ৷ বিশাল বিশাল জনসভা অবলীলায় চলতে দেওয়া হয়েছে রাজ্যে ৷ মিটিং-মিছিল-রোড শো সবই চলেছে তাল মিলিয়ে ৷
রাজনৈতিক দলগুলিও এই পরিস্থিতিতে পুরোমাত্রায় যে যার মতো করে প্রচার চালিয়ে গিয়েছে ৷ সামাজিক দূরত্ববিধি শিকেয় তুলে দেদার মিটিং-মিছিল চালিয়েছে ৷ এক-একটি দল নিজেরা সভার আয়োজন করেছে আর বিরোধী দলের বিরুদ্ধে করোনা বিধি না মানার অভিযোগ তুলেছে ৷ ন্যূনতম দায়বদ্ধতা অনুভব করেনি কেউই ৷ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার মুখে কোনও কোনও দল অনলাইন প্রচারের কথা ঘোষণা করেছে ৷ বলা বাহুল্য সেই পদক্ষেপ হয়েছে অনেক দেরিতে ৷