কলকাতা, 19 এপ্রিল : এবারের বিধানসভা নির্বাচনে প্রচারের বড় হাতিয়ার গান । তৃণমূল হোক বা বিজেপি কিংবা বাম শরিকদল- কেউই বাদ নেই ৷ গানের ব্যবহার করেনি এমন রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে নেই ৷ বামেদের 'টুম্পা সোনা', তো তৃণমূলের 'খেলা হবে' থেকে 'ওহ মদনদা' ছিলই । এর মধ্যেই আবার চলে এল রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের নতুন মিউজিক ভিডিয়ো 'দেবাদা' । করোনা পরিস্থিতিতে অনলাইন প্রচারকে গুরুত্ব দিয়ে এই মিউজিক ভিডিয়োর পরিকল্পনা বলে জানান প্রার্থী ৷
আগামী 26 তারিখ দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন । এরই মধ্যে অন্যতম কেন্দ্র হচ্ছে রাসবিহারী । দীর্ঘদিনের তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে এবার প্রার্থী হয়েছেন দলের প্রবীণ সৈনিক দেবাশিস কুমার । এবার তাঁর প্রচারের হেতুই তৈরি হল এই নতুন গান । সোমবার এই মিউজিক ভিডিয়োর সিডি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল । প্রচারে যে ক'দিন বাকি রয়েছে প্রার্থী দেবাশিস কুমারের প্রচারে বাজানো হবে এই গান ।
প্রচার হবে অনলাইনে ৷ নয়া মিউজিক ভিডিয়োয় দেবাশিস কুমার ৷ নিজের কেন্দ্রে কর্মী-সমর্থকদের উৎসাহ যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই নতুন ভিডিও এ্যালবাম । দেবাশিস কুমার জানিয়েছেন, রাসবিহারী কেন্দ্র চিরকালই শক্ত ঘাঁটি তৃণমূলের । মাত্র একবার এই কেন্দ্রে বামেরা জয়ী হয়েছিল । তৃণমূল আসার আগে পর্যন্ত এই কেন্দ্র ছিল কংগ্রেসের দখলে । পরে তৃণমূল আসার পর থেকেই এই কেন্দ্র রয়েছে তৃণমূলের দখলে । এই নির্বাচনেও সেই ধারা অটুট থাকবে ৷
আরও পড়ুন : কলকাতায় প্রচারে না মমতার, জেলার কর্মসূচিতেও কাটছাঁট ; টুইট ডেরেকের
করোনা প্রসঙ্গও এল এদিন তাঁর কথা ৷ সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলেছে রাজ্যে । গোটা দেশেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । এর জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করলেন দেবাশিস ৷ বলেন, প্রধানমন্ত্রী বাংলা তখন নিজের ভাবনায় গোটা দেশের কথা ভুলে গেছেন । এক দফায় নির্বাচন হলে এই পরিস্থিতি তৈরি হতো না আজ রাজ্যে । সেই সঙ্গেই ভোটদান থেকে প্রচার সবই যদি অনলাইনে করা হতো তাহলেও বহু মানুষের জীবন রক্ষা পেত করোনার থাবা থেকে । তিনি স্বীকার করে নেন, করোনা বিধি মেনে কখনওই ভোটের প্রচার থেকে ভোটদান- কিছুই সম্ভব নয় আমাদের দেশে । তাই অনলাইনে প্রচারের জন্য গানের সিডি তাঁর হাতিয়ার হবে আসন্ন নির্বাচনে ।