কলকাতা, 11 এপ্রিল : বাংলায় আসছেন রাহুল গান্ধি ৷ রাজ্যে চতুর্থ দফার নির্বাচন শেষ ৷ এখনও বাকি আরও চারটি দফা ৷ প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দলই ৷ তবে কংগ্রেসের দিল্লির শীর্ষ নেতাদের বাংলায় ভোট প্রচারে আসতে দেখা য়ায়নি ৷ এই নিয়ে সংযুক্ত মোর্চায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে ৷ তবে এবার রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধি ৷
কংগ্রেসের একটি সূত্রের খবর, আগামী 14 এপ্রিল রাজ্যে প্রচারে আসবেন রাহুল ৷ গোয়ালপোখার ও মাটিগাড়া-নক্সালবাড়িতে ব়্যালি করবেন তিনি ৷ থাকবেন জনসভাতেও ৷ বাংলায় সিপিএম ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে মোট 92 টি আসনে প্রার্থী দিয়েছে কংগ্রেস ৷