কলকাতা, 2 এপ্রিল: বৃদ্ধতন্ত্র নয়, এখন আলিমুদ্দিন স্ট্রিটের রাজ্য সিপিএমের সদর দফতরে যৌবনের আবাহন । চলতি বিধানসভা নির্বাচনের বাম প্রার্থী তালিকায় নতুন মুখের সারি । যেখানে শিক্ষা এবং তারুণ্যের তেজ হাত ধরাধরি করে হাঁটছে । সেই রেশ ধরেই বাকি ছ দফা নির্বাচনে নন্দীগ্রামে বামজোটের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রচারের মুখ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সিপিএম ।
সদ্য শেষ হওয়া দ্বিতীয় দফার ভোটে নন্দীগ্রামের নির্বাচন প্রক্রিয়ায় ছিল "ডার্বির" উত্তাপ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির শুভেন্দু অধিকারীর কার্যত "ডুয়েল" ছিল লক্ষ্মীবারের ভোটের দিনলিপিতে প্রধান প্রতিপাদ্য বিষয় । সেখানে বামজোটের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ছিলেন আন্ডারডগ । প্রচারের আলো সেভাবে তাঁকে ঘিরে আবর্তিত হয়নি । তবে সময় যত গড়িয়েছে ততই মীনাক্ষী নিজেকে মেলে ধরেছেন । হেনস্থার শিকার হয়েছেন । তবু হাল ছাড়েননি । যেখানে অন্য দুই "হেভিওয়েট"দল বুথে এজেন্ট দিতে পারা নিয়ে সমস্যায় পড়েছেন, সেখানে নিঃশব্দে মীনাক্ষী মুখোপাধ্যায় বুথে এজেন্টদের বসা নিশ্চিত করেছেন । লাল সাদা সালোয়ার, সাদা ওড়না জড়িয়ে, মুখে মাস্ক দিয়ে অক্লান্ত দৌড়ে নন্দীগ্রামের মুড়ো থেকে ল্যাজায় চষে বেড়িয়েছেন । তাঁর এই অক্লান্ত দৌড় নন্দীগ্রামের ভোটারদের নজর কেড়েছে । শুধু এই কেন্দ্রে আশি শতাংশের বেশি ভোট পড়েছে ।
উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মহিলা ভোটারদের যোগদান । যা নতুন অঙ্কের জন্ম দিতে পারে । কারণ নন্দীগ্রামের জমি আন্দোলনের পরে এই অঞ্চলে রাজনৈতিক ভাবে প্রান্তিক হয়ে পড়েছিল সিপিএম । সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েও সিপিএমের প্রার্থী বলেছেন, জাত ধর্ম নয় ভাতের লড়াইয়ের কথা । যা নন্দীগ্রামের মানুষ স্বীকার করছেন । তাই মীনাক্ষী মুখোপাধ্যায়কে উপেক্ষা করতে পারা যাচ্ছে না, বরং তাঁকে গেমচেঞ্জার মনে করা হচ্ছে ।
তাঁর এই লড়াইয়ের রেশ হলদি নদীর পাড় ছাপিয়ে ছড়িয়ে পড়ছে রাজ্যের বাকি ভোটের পটচিত্রে । এখান থেকেই নতুন স্ট্যান্স নিতে চলেছে রাজ্য সিপিএম । নতুন প্রজন্মকে ভোটের ময়দানে তুলে ধরার পরে এ বার মীনাক্ষীকে প্রচারের মুখ করতে চায় বামেরা । ভোট পরবর্তী চব্বিশ ঘণ্টায় মীনাক্ষী দলের কর্মীদের সঙ্গে বৈঠক করলেন । শনিবার থেকে তিনি ব্যস্ত হয়ে পড়বেন দলের বাকিদের প্রচারে । শনিবার সকালে সিঙ্গুরে জোটের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের হয়ে দেখা যাবে তাঁকে । বিকেলে মীনাক্ষী প্রচার করবেন ডায়মন্ড হারবারে । যদিও সিপিএম নেতা মহম্মদ সেলিম বলছেন, "আমরা দলগত লড়াইয়ে বিশ্বাস করি । নির্বাচন কোনও ব্যক্তি নির্ভর লড়াই নয় ৷"