কলকাতা, 19 এপ্রিল: পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্র্যাক কোর্ট করতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন দেননি । সোমবার কলকাতায় সংবাদিক বৈঠকে এই অভিযোগ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ । পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মহিলা ও শিশুদের উপর যৌন নির্যাতনের কুড়ি হাজার মামলা অসমাপ্ত অবস্থায় রয়েছে বলে দাবি করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷
তিনি বলেন, "রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে ৷ সারা দেশের 27টি রাজ্যে এক হাজার ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছে কেন্দ্র । পশ্চিমবঙ্গেও তা করতে চায়, কিন্তু এখানে রাজ্য সরকার অনুমোদন না দিলে কেন্দ্রীয় সরকার তা করতে পারছে না ।" যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হতাশা প্রকাশ করছেন বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় আইন তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী ৷ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "হতাশা থেকেই কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করার কথা বলছেন দিদি ।"