কলকাতা, 19 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মানেই হাজারো মানুষের ভিড় । আর এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে অনেকটাই । সংক্রমণের হার বাড়তে থাকায় কলকাতায় প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । টুইট করে একথা জানিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন । উল্লেখ্য, গতকালই একটি বেসরকারি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তিনি কলকাতায় কেবলমাত্র একটি সভা করবেন ৷ এরপরই ডেরেক টুইট করে জানিয়ে দেন, কলকাতায় একটি প্রতীকী সভার পাশাপাশি জেলাগুলিতেও নির্বাচনী প্রচারের সময়সীমায় কাঁটছাট করেছেন তৃণমূল সুপ্রিমো ৷
কলকাতার পাশাপাশি গোটা রাজ্যে করোনার সংক্রমণের হার উর্ধ্বমুখী । রাজ্যে ভোটের প্রচারে না আসার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধি । পথে না বেরিয়ে রেডিয়োতে নির্বাচনী প্রচার সারার অভিনব সিদ্ধান্ত নিয়েছে বামেরা । এবার সেই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও । কলকাতায় বুকে প্রচার না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী । তবে জেলায় জনসভা করবেন তিনি । সেক্ষেত্রে সময়সীমা 30 মিনিট রাখা হয়েছে । আধঘণ্টার মধ্যে জনসভা শেষ করবেন মমতা । টুইট করে একথা জানিয়েছেন ডেরেক ও ব্রায়েন । তিনি লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আর কলকাতায় আর প্রচার করবেন না । শুধু শেষ দফা ভোটের আগে 26 এপ্রিল শহরে একটি প্রতীকী মিটিং করবেন । জেলায় তাঁর জনসভা, মিছিলের সময়সীমা কমানো হয়েছে । 30 মিনিটের মধ্যে সভা সারবেন তিনি ।"