- বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে 77.66 শতাংশ ৷
লাইভ : বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল 77.66 শতাংশ
17:29 April 06
আজ তৃতীয় দফার ভোটগ্রহণ ৷ মোট তিনটি জেলায় 31 টি আসনে ভোটগ্রহণ ৷ এর মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনার 16 টি কেন্দ্র, হাওড়ার 7 টি এবং হুগলির 8 টি কেন্দ্র ৷ মোতায়েন করা হয়েছে 832 কোম্পানি বাহিনী ৷ এর মধ্যে বুথে মোতায়েন 618 কোম্পানি ৷
16:10 April 06
- ফের আরামবাগে হামলার মুখে সুজাতা মণ্ডল ৷ এবার গাড়ি ভাঙচুরের অভিযোগ ৷
15:53 April 06
- উলুবেড়িয়া দক্ষিণে আক্রান্ত বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী ৷ আহত বিজেপি কর্মীকে দেখতে এসে হামলার মুখে পড়েন তিনি ৷ এরপরেই তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা বাঁধে ৷
15:48 April 06
- বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে 68.04 শতাংশ ৷
15:16 April 06
- তৃতীয় দফার ভোট শুরুর আগে থেকে উত্তপ্ত হাওড়ার উলুবেড়িয়া ৷ পুড়িয়ে দেওয়া হল উলুবেড়িয়ার সিপিআইএম নেত্রী মাধবী মালিকের বাড়ি ৷ মঙ্গলবার ভোররাতে দক্ষিণ হরিশপুরের দুলেপাড়ায় মাধবী মালিকের টালির চালার বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷
15:10 April 06
- উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি কর্মীকে তলোয়ারের কোপ ৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ আহত কর্মীর নাম সুশান্ত মণ্ডল ৷ বুথে ভোট দিতে যাওয়ার সময় তাঁকে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ ৷ কিন্তু, বাধা উপেক্ষা করে তিনি বুথে যাওয়ার চেষ্টা করলে তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷
15:01 April 06
- গোঘাটে তৃণমূল নেতার মৃত্যু ৷ নাম সুনীল রায় ৷ ভোট দিয়ে ফেরার পথে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর ৷ তাঁকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷
13:34 April 06
- দুপুর 1টা পর্যন্ত ভোট পড়েছে 53.81 শতাংশ
12:57 April 06
- মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া ৷
12:38 April 06
- উলুবেড়িয়ায় উত্তর বিধানসভা কেন্দ্রের মুক্তিচক এলাকায় পরিদর্শনে গিয়ে হামলার মুখে তৃণমূল প্রার্থী নির্মল মাজি ৷ বুথ পরিদর্শনের সময় বিজেপি কর্মীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় তাঁর দুইজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ তৃণমূল প্রার্থী নির্মলের দাবি, বহিরাগত দাগি আসামিদের জড়ো করে ওই এলাকার বুথে ভোট লুঠ করছে বিজেপি ৷
12:10 April 06
- আরামবাগ বিধানসভার আরণ্ডীর বাঁধ পাড়া 263 নম্বর বুথে সুজাতা মণ্ডলকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের ৷ এমনকি, তাঁর নিরাপত্তরক্ষীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সুজাতার অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে বিজেপি ৷
12:09 April 06
- সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ মণ্ডল ৷
11:47 April 06
- ভোট দিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকী ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, খুব ভালোভাবে এখানে ভোট হচ্ছে ৷ কোনওরকম সমস্যা হচ্ছে না ৷ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আমি খুশি ৷
11:34 April 06
- সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 34.71 শতাংশ ৷
11:26 April 06
- বারুইপুরে নির্বাচনী এজেন্টকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ৷
11:20 April 06
- গোঘাটের ফুলজলা প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের গন্ডগোল ৷ বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷
11:14 April 06
- উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ এর প্রতিবাদে আমতা থানায় অবস্থান-বিক্ষোভ করছেন বিজেপি প্রার্থী চিরন বেরা ৷
11:09 April 06
- পুড়শুড়ায় তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ৷ পরিবারের অভিযোগ, 39 নম্বর বুথে এজেন্ট হওয়ার জন্য তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷
10:43 April 06
- হাওড়ার আমতায় ভাইপোর কোলে চড়ে ভোট দিলেন অশীতিপুর বৃদ্ধা দুর্গা রানি ৷ নতুন নিয়ম অনুযায়ী রাজ্যে তৃতীয় দফা ভোটে অনলাইনে রেজিস্ট্রেশন না হওয়ায় ভাইপোর কোলে চেপে আসতে হল দুর্গারানিকে ৷
10:41 April 06
- ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আইএসএফ কর্মীর বিরুদ্ধে ৷ ভোট দেওয়ার পর ও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে ৷ ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলে ৷
10:22 April 06
- বাংলার উন্নয়নে অংশীদার হওয়ার আবেদন জানিয়ে বাংলায় টুইট অমিত শাহের ৷
09:58 April 06
- ধনেখালিতে প্রাথমিক বিদ্যালয়ের 139 ও 140 নম্বর বুথ জ্যামের অভিযোগ ৷ তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ৷
09:37 April 06
- সকাল নটা পর্যন্ত ভোট পড়েছে 14.62 শতাংশ ৷
09:31 April 06
- গোঘাট বিধানসভা কেন্দ্রের শ্যামবাজার এলাকার বেলডিহাতে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ । বিজেপির এজেন্ট সহ তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ।
09:08 April 06
- জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ ৷
08:48 April 06
- নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন ৷ সকাল সকাল ভোট দিন ৷ ভোটারদের আবেদন করে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
08:44 April 06
- 190 ও 192 নম্বর বুথ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বুথ জ্যামের অভিযোগ । ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংযুক্ত মোর্চার আই এস এফ প্রার্থী মইদুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে যান । বুথে ধর্নায় বসেছেন তিনি ।
08:29 April 06
- বিষ্ণুপুর বিধানসভায় 105 নম্বর বুথে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
08:22 April 06
- আরামবাগ তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ সেইসঙ্গে দু'জন তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷
08:21 April 06
- নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে ৷ তারকেশ্বরের রামনগর এলাকার ঘটনা ৷
08:12 April 06
- জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে 181 নম্বর বুথে বিজেপি ও আইএসএফ এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ৷ তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে ৷
08:06 April 06
- বিপুল সংখ্যায় ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার আবেদন জানিয়ে বাংলায় টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
08:06 April 06
- বাসন্তীতে বোমাবাজি, গুলি চলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপি কর্মীদের ফ্ল্যাগ ও পোস্টারও ছেঁড়া হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনাস্থান থেকে উদ্ধার গুলির খোল ৷
07:48 April 06
- ক্যানিং পূর্বে আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ ৷
07:29 April 06
- কুলপি বিধানসভার হেলেগেছি প্রাথমিক বিদ্যালয় আজ সকাল থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে । কোভিড স্বাস্থ্যবিধিকে মাথায় রেখে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে । ভোটকেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক ভোটারের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে ৷ গ্লাভস পরিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে ।
07:14 April 06
- করোনা সুরক্ষাবিধি মেনে শুরু হল ভোটগ্রহণ ৷
07:10 April 06
- ক্যানিং পশ্চিমে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ গতকাল রাতে গনেশ কেউট নামে ওই বিজেপি নেতাকে বাড়িতে ঢুকে মারধর করা হয় ৷ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
07:06 April 06
- শুরু হল তৃতীয় দফার ভোটগ্রহণ ৷
06:49 April 06
- ক্যানিং পূর্বে আইএসএফ সমর্থককে বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ ক্যানিং পূর্বের দুর্গাপুর 127 নং বুথের ঘটনা ৷ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে ৷ আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ৷ তৃণমূল কর্মীদের অভিযোগ আইএসএফ কর্মীরা অশান্তি করার চেষ্টা করছিল ৷
06:40 April 06
- গোঘাটে বিজেপি কর্মীর মাকে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ মৃতার নাম মাধবী আদক ৷ গতকাল রাত 10টা নাগাদ তৃণমূল দুষ্কৃতীরা অতর্কিতে তাঁর ছেলের উপর হামলা চালায় । মা বাঁচাতে গেলে তাঁকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ । এমনকি, তাঁর বুকে পেটে লাথি মারা হয় । রাত 1টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয় ।
06:21 April 06
ভোটের আগের রাতে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল নেতার বাড়ি থেকে ইভিএম, ভিভিপ্যাট উদ্ধার ৷ সাসপেন্ড ওই তৃণমূল নেতা ৷
06:07 April 06
- আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে তৃতীয় দফার ভোটগ্রহণ ৷