পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নন্দীগ্রামে 1 হাজার 736 ভোটে জয়ী শুভেন্দু অধিকারী

বাংলার মসনদে কে ? আর কিছুক্ষণের মধ্যেই শুরু ভোটগণনা
বাংলার মসনদে কে ? আর কিছুক্ষণের মধ্যেই শুরু ভোটগণনা

By

Published : May 2, 2021, 7:00 AM IST

Updated : May 2, 2021, 8:15 PM IST

18:28 May 02

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার দিকেই ইঙ্গিত দিয়েছে ৷ কয়েকটি এক্সিট পোলে অবশ্য আভাস দেওয়া হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই জয়ের হ্যাটট্রিক করতে চলেছে ৷ আবার কিছু সমীক্ষা এগিয়েছে রেখেছে মোদি-অমিত শাহের দলকে ৷ আজই সমস্ত জল্পনার অবসান হতে চলেছে ৷ সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজই ৷ কারণ, আজ সেই মাহেন্দ্রক্ষণ ৷ কার মুখে শেষ হাসি থাকবে, কে খেলা শেষের জয়গান গাইবে ৷ শুরু হয়ে গিয়েছে ভোটগণনা ৷ যত সামনের দিকে এগোবে, ততই স্পষ্ট হবে 2021 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ৷

  • উত্তরপাড়া থেকে জয়ী তৃণমূল প্রার্থী কাঞ্চল মল্লিক ৷

17:51 May 02

  • মিনাখাঁ থেকে জয়ী তৃণমূল প্রার্থী ঊষারানি মণ্ডল ৷
  • মুর্শিদাবাদের জয়ী বিজেপি প্রার্থী গৌরিশঙ্কর ঘোষ ৷
  • নবগ্রামে জয়ী তৃণমূল প্রার্থী কানাইচন্দ্র মণ্ডল ৷
  • নাওদা থেকে জয়ী তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খান ৷
  • নাটাবাড়ি থেকে জয়ী বিজেপি প্রার্থী মিহির গোস্বামী ৷
  • পাণ্ডবেশ্বরে জয়ী তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷
  • পাণ্ডুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রত্না দে নাগ ৷
  • ফাঁসিদেওয়ায় জয়ী বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু ৷
  • পুরশুরায় জয়ী বিজেপি প্রার্থী বিমান ঘোষ ৷
  • পুরুলিয়ায় জয়ী বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্যায় ৷
  • রায়গঞ্জে জয়ী বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷
  • রামপুরহাটে জয়ী তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় ৷
  • রানাঘাট দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুটমনি অধিকারী ৷
  • রানিবাঁধে জয়ী তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডি ৷
  • রাতুয়াতে জয়ী তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায় ৷
  • শান্তিপুরে জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷
  • সপ্তগ্রামে জয়ী তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত ৷
  • শ্যামপুকুরে জয়ী তৃণমূল প্রার্থী শশী পাঁজা ৷
  • শ্যামপুরে জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ মণ্ডল ৷
  • সিতাইয়ে জয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ৷
  • শীতলকুচিতে জয়ী বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন ৷
  • সোনামুখীতে জয়ী বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি ৷
  • সিউড়িতে জয়ী তৃণমূল প্রার্থী বিকাশ রায়চৌধুরি ৷
  • স্বরূপনগরে জয়ী তৃণমূল প্রার্থী বিনা মণ্ডল ৷
  • তমলুকে জয়ী তৃণমূল প্রার্থী সৌমেন কুমার মহাপাত্র ৷
  • টালিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস ৷
  • তুফানগঞ্জে জয়ী বিজেপি প্রার্থী মালতী রাভা রায় ৷

17:50 May 02

  • গোয়ালপোখরে জয়ী তৃণমূল প্রার্থী মহম্মদ গোলাম রব্বানি ৷
  • হাবিবপুরে জয়ী বিজেপি প্রার্থী জোয়েল মুর্মু ৷
  • ইন্দাসে জয়ী তৃণমূল প্রার্থী রুনু মেটে ৷
  • জয়নগরে জয়ী তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাস ৷
  • কাকদ্বীপে জয়ী তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা ৷
  • কতুলপুরে জয়ী বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার ৷
  • খড়গপুরে জয়ী তৃণমূল প্রার্থী দীনেন রায় ৷
  • কৃষ্ণনগর দক্ষিণে জয়ী বিজেপি প্রার্থী মুকুল রায় ৷
  • কুলপিতে জয়ী তৃণমূল প্রার্থী জগারঞ্জন হালদার ৷
  • কুমারগ্রামে জয়ী বিজেপি প্রার্থী মনোজ কুমার ওঁরাও ৷
  • মাদারিহাটে জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিজ্ঞা ৷
  • মগরাহাট পূর্বে জয়ী তৃণমূল প্রার্থী নমিতা সাহা ৷
  • মালে জয়ী তৃণমূল প্রার্থী বুলু চিক বারেক ৷
  • মালতিপুরে জয়ী তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সী ৷
  • মন্দিরবাজারে জয়ী তৃণমূল প্রার্থী জয়দেব হালদার ৷
  • মানিকচকে জয়ী তৃণমূল প্রার্থী সাবিত্রী মিত্র ৷
  • মাটিগাড়া-নকশালবাড়িতে জয়ী বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন ৷
  • মেটিয়াবুরুজ থেকে জয়ী তৃণমূল প্রার্থী আবদুল খালেক মোল্লা ৷

17:50 May 02

  • আসানসোল দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী অগ্নিমিত্রা পাল ৷
  • বৈষ্ণবনগরে জয়ী তৃণমূল প্রার্থী চন্দনা সরকার ৷
  • বাদুরিয়া জয়ী তৃণমূল প্রার্থী আবদুর রহিম ৷
  • বলাগড়ে জয়ী তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী ৷
  • বারাসতে জয়ী তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী ৷
  • বারুইপুর পশ্চিমে জয়ী তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় ৷
  • বিষ্ণুপুরে জয়ী বিজেপি প্রার্থী তণ্ময় ঘোষ ৷
  • চাকুলিয়ায় জয়ী তৃণমূল প্রার্থী আজাদ মিনহাজুল আরফিন ৷
  • ডাবগ্রাম-ফুলবাড়িতে জয়ী বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায় ৷
  • দার্জিলিঙে জয়ী বিজেপি প্রার্থী নিরাজ তামাং জ়িম্বা ৷
  • দাসপুরে জয়ী তৃণমূল প্রার্থী মমতা ভুনিয়া ৷
  • ডোমজুড়ে জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষ ৷
  • দুবরাজপুরে জয়ী বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ৷
  • দুর্গাপুর পূর্বে জয়ী তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ৷
  • ঘাটালে জয়ী বিজেপি প্রার্থী শীতল কপত ৷

16:18 May 02

  • মেখলিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ৷
  • মোথাবাড়িতে জয়ী তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন ৷
  • পাণ্ডুয়ায় জয়ী তৃণমূল প্রার্থী রত্না দে নাগ ৷
  • পাথরপ্রতিমা থেকে জয়ী তৃণমূল প্রার্থী সমীর কুমার জানা ৷
  • রায়দিঘিতে জয়ী তৃণমূল প্রার্থী অলোক জলদাতা ৷
  • রায়নাতে জয়ী তৃণমূল প্রার্থী শম্পা ধারা ৷
  • রাজারহাট নিফটাউনে জয়ী তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় ৷
  • রানিবাগে জয়ী তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডি ৷
  • সাইথিয়ায় জয়ী তৃণমূল প্রার্থী নীলাবতি সাহা ৷
  • শালবনীতে জয়ী তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত ৷
  • সোনামুখীতে জয়ী বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি ৷
  • সোনারপুর দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র ৷
  • সোনারপুর উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী ফিরদৌসী বেগম ৷

16:17 May 02

  • বারুইপুর পূর্বে  জয়ী তৃণমূল প্রার্থী বিভাস সর্দার ৷
  • ভাঙড়ে  জয়ী নওসাদ সিদ্দিকি ৷
  • দক্ষিণ 24 পরগণার বিষ্ণুপুরে  জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডল ৷
  • চাঁচলে  জয়ী তৃণমূল প্রার্থী নিহাররঞ্জন ঘোষ ৷
  • চন্দননগরে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন ৷
  • চন্দ্রকোণায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ ধারা ৷
  • ইটাহারে জয়ী তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন ৷
  • কামারহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী মদন মিত্র ৷
  • কুলতলিতে জয়ী তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল ৷
  • মগরাহাট পশ্চিমে জয়ী তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা ৷
  • মালদায় জয়ী বিজেপি প্রার্থী গোপালচন্দ্র সাহা ৷
  • মাথাভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সুশীল বর্মন ৷

15:41 May 02

  • রানিগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় ৷
  • রেজিনগরে জয়ী তৃণমূল প্রার্থী রবিউব আলম চৌধুরী ৷
  • সাগরে জয়ী তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা ৷
  • সাতগাছিয়া থেকে জয়ী তৃণমূল প্রার্থী মোহনচন্দ্র নস্কর ৷
  • সিঙ্গুর থেকে জয়ী তৃণমূল প্রার্থী বেচারাম মান্না ৷
  • সুতিতে জয়ী তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাস ৷
  • উলুবেড়িয়া দক্ষিণে জয়ী তৃণমূল প্রার্থী পুলক রায় ৷

15:41 May 02

  • ভগবানগোলায় জয়ী তৃণমূল প্রার্থী ইদ্রিস আলি ৷
  • ভাতারে জয়ী তৃণমূল প্রার্থী মানগোবিন্দ অধিকারী ৷
  • বিনপুরে জয়ী তৃণমূল প্রার্থী দেবনাথ হাঁসদা ৷
  • বজবজে জয়ী তৃণমূল প্রার্থী অশোক কুমার দেব ৷
  • দুর্গাপুর পশ্চিমে জয়ী বিজেপি প্রার্থী লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই ৷
  • জগৎবল্লভপুরে জয়ী তৃণমূল প্রার্থী সীতানাথ ঘোষ ৷
  • কেশপুরে জয়ী তৃণমূল প্রার্থী শিউলি সাহা ৷
  • খণ্ডঘোষে জয়ী তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগ ৷
  • নোয়াপাড়ায় জয়ী তৃণমূল প্রার্থী মঞ্জু বসু ৷

15:24 May 02

  • 14 রাউন্ডের শেষে নন্দীগ্রামে 3 হাজার 132 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

15:21 May 02

  • হরিশচন্দ্রপুরে জয়ী তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন ৷
  • হাওড়া উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরী ৷
  • করিমপুরে জয়ী তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিনহা রায় ৷
  • খড়গপুরে জয়ী হিরণ অর্থাৎ হিরণ্ময় চট্টোপাধ্যায় ৷
  • কলকাতা বন্দরে জয়ী ফিরহাদ হাকিম ৷
  • মহেশতলায় জয়ী তৃণমূল প্রার্থী দুলালচন্দ্র দাস ৷

15:00 May 02

  • গণনার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে অভিনন্দন জানালেন শরদ পাওয়ার থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, সঞ্জয় সিং রাউত ৷

14:51 May 02

  • 12 রাউন্ড শেষে ব্যবধান কমাল মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 4 হাজার 392 হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ৷

14:36 May 02

  • উলুবেড়িয়া পূর্বে জয় তৃণমূলের ৷ জয়ী বিদেশরঞ্জন বোস ৷

14:36 May 02

  • তালডাংরায় জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ৷

14:36 May 02

  • রাইপুর থেকে জয়ী তৃণমূল প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু ৷

14:35 May 02

  • জামুড়িয়ায় জয়ী তৃণমূল প্রার্থী হরেরাম সিং ৷

14:35 May 02

  • আসানসোল উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী মলয় ঘটক ৷

14:35 May 02

  • আসানসোল উত্তরে জয়ী তৃণমূল প্রার্থী মলয় ঘটক ৷

14:05 May 02

  • ছয় রাউন্ডের শেষে উত্তর কাঁথিতে 38 হাজার 644 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সুনিতা সিংহ ৷

14:01 May 02

  • সুজাপুরে জয়ী তৃণমূল প্রার্থী আব্দুল গনি খান ৷
  • উদয়নারায়ণপুরে জয়ী তৃণমূল প্রার্থী সমীর কুমার পাঁজা ৷
  • নৈহাটিতে জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ৷

13:56 May 02

  • কুলটিতে জয়ী বিজেপি প্রার্থী অজয় কুমার পোদ্দার ৷

13:56 May 02

  • শিলিগুড়িতে জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ৷

13:27 May 02

  • 12 হাজার 894 ভোটে এগিয়ে কাঁথি দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস ৷

13:18 May 02

চুঁচুড়া শ্রীরামপুর চন্দননগর সহ আবির খেলায় মেতেছেন কর্মী-সমর্থকরা
  • হুগলি জেলায় 18 টি বিধানসভা আসনের মধ্যে বেশিরভাগ জায়গাতেই তৃণমূল এগিয়ে আছে । প্রথমদিকে বিজেপি-তৃণমূল সমানে সমানে টক্কর হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চিত্রটা বদলে যায় । একের পর এক বিধানসভা কেন্দ্রে পিছিয়ে যেতে থাকে বিজেপি । তৃণমূলের প্রার্থী এবং কর্মীরাও অনেকটাই উচ্ছ্বসিত । তাই চুঁচুড়া শ্রীরামপুর চন্দননগর সহ আবির খেলায় মেতেছেন কর্মী-সমর্থকরা । একদিকে চলছে সবুজ আবির খেলা । অন্যদিকে, খেলা হবে গানের সঙ্গে চলছে নাচ ।

12:33 May 02

  • ষষ্ঠ রাউন্ড শেষে 3 হাজার 188 ভোটে এগিয়ে মহিষাদলের তৃণমূল প্রার্থী তিলক চক্রবর্তী ৷ অন্যদিকে, তৃতীয় রাউন্ডের শেষে পূর্ব পাঁশকুড়ার তৃণমূল প্রার্থী বিপ্লব রায়চৌধুরী 736 ভোটে এগিয়ে রয়েছেন ৷

12:33 May 02

  • সাংসদ লকেট চট্টোপাধ্যায় চুঁচুড়া থেকে 5 হাজার 782 ভোটে পিছিয়ে রয়েছেন ৷

12:07 May 02

  • চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে 206 আসনে ৷ বিজেপি 83 এবং বাম ও অন্যান্য 2টি আসনে এগিয়ে রয়েছে ৷

12:05 May 02

  • দ্বিতীয় রাউন্ডের শেষে পটাশপুরে 1 হাজার 200 ভোটে এগিয়ে রয়েছেন উত্তম বারিক ৷

11:59 May 02

  • ষষ্ঠ রাউন্ডের শেষে নন্দীগ্রামে 7 হাজার 262 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ৷

11:48 May 02

  • মেদিনীপুরে এগিয়ে জুন মালিয়া, হাবড়ায় পিছিয়ে রাহুল সিনহা ৷ এগিয়ে রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক ৷

11:47 May 02

  • পঞ্চম রাউন্ড শেষে টালিগঞ্জ থেকে 20 হাজার 104 ভোটে পিছিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয় ৷

11:34 May 02

  • নন্দীগ্রামে ব্যবধান কমালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চম রাউন্ডের শেষে 3 হাজার 110 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ৷

11:09 May 02

  • সিঙ্গুর থেকে 4 হাজার 546 ভোটে এগিয়ে বেচারাম মান্না ৷

11:08 May 02

  • চতুর্থ রাউন্ড শেষে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে বিজেপি ৷ 2 হাজার 271 ভোটে এগিয়ে রয়েছেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীতা সিনহা ৷

11:08 May 02

  • দ্বিতীয় রাউন্ড শেষে হলদিয়া বিধানসভা থেকে 1 হাজার 994 হাজার ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী মণ্ডল ৷

10:52 May 02

  • শিলিগুড়িতে 11000 ভোটে পিছিয়ে অশোক ভট্টাচার্য ৷

10:49 May 02

  • তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে পিছিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত ৷ প্রায় 1 হাজার 886 ভোটে পিছিয়ে রয়েছেন তিনি ৷

10:35 May 02

  • ডোমজুড়ে 3 হাজার 718 ভোটে পিছিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

10:32 May 02

  • জয় নিয়ে চিন্তা নেই, দুই তৃতীয়াংশ ভোটে জিতবে তৃণমূল ৷ কালীঘাট থেকে কর্মীদের উদ্দেশে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

10:20 May 02

  • কসবা থেকে 27 হাজার 387 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান ৷

10:20 May 02

  • দ্বিতীয় রাউন্ড শেষে কলকাতা বন্দর থেকে 12 হাজার 845 ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম

10:15 May 02

  • চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী ৷

10:13 May 02

  • তৃতীয় রাউণ্ড শেষেও নন্দীগ্রামে পিছিয়ে মমতা ৷ 8 হাজার 206 ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ৷

10:13 May 02

  • কসবা থেকে 12 হাজার 970 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাভেদ আহমেদ খান

10:13 May 02

  • কৃষ্ণনগর উত্তরে 1 হাজার 200 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মুকুল রায় ৷

10:00 May 02

  • প্রথম দুই রাউণ্ড শেষে সিঙ্গুরে এগিয়ে রয়েছে তৃণমূল ৷ এখনও পর্যন্ত প্রায় 1 হাজার 800 ভোটে এগিয়ে রয়েছেন বেচারাম মান্না ৷

09:48 May 02

  • দ্বিতীয় রাউণ্ড গণনার শেষেও নন্দীগ্রামে পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলিয়ে 4 হাজার 957 হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী ৷

09:39 May 02

  • টালিগঞ্জে 7000-র বেশি ভোটে পিছিয়ে বাবুল সুপ্রিয় ৷

09:35 May 02

  • ভবানীপুরে 2 হাজার 200 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

09:28 May 02

  • প্রথম রাউন্ডের শেষে কলকাতা বন্দর এলাকা থেকে 6 হাজার ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম ৷

09:23 May 02

  • নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলল শুভেন্দু অধিকারী ৷ 1 হাজার 497 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু ৷

09:13 May 02

  • পোস্টাল ব্যালটের গণনা অনুযায়ী এগিয়ে তৃণমূল ৷ এখনও পর্যন্ত 101টি আসনে এগিয়ে রয়েছে ৷ বিজেপি পিছিয়ে রয়েছে 65টি আসনে ৷ বামেদের ঝুলিতে এখনও পর্যন্ত 5টি ৷

08:55 May 02

  • বারাসতে দু'টি ভোটগণনা কেন্দ্রে এখনও ভোটগণনা শুরু হয়নি ৷

08:36 May 02

  • পোস্টাল ব্যালটে 102টি আসনে গণনা অনুযায়ী এখনও পর্যন্ত 65টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল । অন্যদিকে, বিজেপি 35 টি আসন, বামের ঝুলিতে 2টি আসন ।

08:03 May 02

  • ঘড়ির কাঁটা 8টার ঘরে পৌঁছাতেই শুরু হয়ে গেল 292টি আসনে ভোটগণনা ৷

07:25 May 02

  • রাজ্যে গণনা কেন্দ্রের মোট সংখ্যা 108 । গণনার সময় অশান্তি এড়াতে রাজ্যে থাকছে 242 কোম্পানী কেন্দ্রীয় বাহিনী । এক প্ল্যাটুন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে প্রত্যেকটি স্ট্রং রুমের সামনে । 24 ঘণ্টা স্ট্রং রুমের নজরদারি চলবে । বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ।

07:18 May 02

  • প্রথমে পোস্টাল ব্যালটে ভোটগণনা ৷ সাড়ে আটটা থেকে ইভিএমে শুরু হবে ভোটগণনা ৷

07:17 May 02

  • গণনাকেন্দ্রগুলিতে কোভিড সুরক্ষাবিধির উপর জোর দেওয়া হয়েছে ৷

07:04 May 02

  • ভোট গণনার আগের রাতে দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার ৷ গতকাল রাতে ভাঙড়ের তিনটি জায়গা থেকে বোমা উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ ৷ অন্যদিকে, বিষ্ণুপুর থানার কাষ্ঠমহল মাঝের দাঁড়ি এলাকা থেকে প্রায় 25 থেকে 30টি বোমা উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ ৷

06:12 May 02

  • সকাল 8টা থেকে শুরু হবে ভোটগণনা ৷ গণনা কেন্দ্রগুলিতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ৷
Last Updated : May 2, 2021, 8:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details