পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লাইভ : বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 73.53 শতাংশ - assembly election 2021

আজ 34 আসনে সপ্তম দফার ভোটগ্রহণ
আজ 34 আসনে সপ্তম দফার ভোটগ্রহণ

By

Published : Apr 26, 2021, 6:21 AM IST

Updated : Apr 26, 2021, 5:28 PM IST

17:28 April 26

আজ রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ ৷ পাঁচ জেলায় মোট 34টি আসনে 268 প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হতে চলেছে ৷ 36 টি আসনে নির্বাচন হওয়ার কথা ছিল ৷ সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোটগ্রহণ হবে আগামী 16 মে ৷ সপ্তম দফার নির্বাচনে মূলত নজরে রয়েছে মমতার গড় ভবানীপুর ৷ সেইসঙ্গে রাসবিহারী ও কলকাতা বন্দর ৷ অন্যদিকে, মালদা-মুর্শিদাবাদে অধীরের গড়ে নির্বাচন রয়েছে ৷ দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানও নজরে থাকছে ৷

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 73.53 শতাংশ ৷

17:18 April 26

  • ভোটের দিনে আক্রান্ত তৃণমূল কর্মী ৷ তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের শ্বশুর । তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম জন্মেঞ্জয় মণ্ডল । ফরাক্কার নিমতলা গ্রামের তিন নম্বর বুথের ঘটনা ।

16:47 April 26

দক্ষিণ কলকাতার একটি বুথে ভোট দিলেন দেব
  • দক্ষিণ কলকাতার একটি বুথে ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব ৷

16:09 April 26

  • তৃণমূল কর্মী শুনেই বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ বুথে পোলিং এজেন্টকে সাময়িক রিলিফ দিতে গিয়েছিলেন ৷ কিন্তু পথ আটকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তৃণমূল কংগ্রেসের কর্মী শুনেই কোনও কথা না বাড়িয়ে বেধড়ক মারধর শুরু হয় ৷ এমনই অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার 217 নম্বর বুথের ঘটনা ৷

15:52 April 26

ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সঙ্গে রয়েছেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷

15:28 April 26

  • দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল 67.27 শতাংশ ৷

15:10 April 26

মাস্কের আড়ালে টাকা বিলির অভিযোগ সংযুক্ত মোর্চা প্রার্থীর বিরুদ্ধে
  • মুর্শিদাবাদ বিধানসভার 238 নম্বর বুথে ভোটারদের মাস্ক বিলি করলেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী নিয়াজুদ্দিন শেখ । এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ভোটের আগে মানুষের জীবন । তাই যাদের মাস্ক ছিল না, তাদের মাস্ক দেওয়া হয়েছে । এরপরেই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা ৷ তৃণমূল কর্মীদের অভিযোগ, মাস্কের ভিতরে টাকা বন্দি করে ভোটারদের বিলি করা হচ্ছে । পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।

13:26 April 26

  • দুপুর 1টা পর্যন্ত ভোট পড়ল 54.56 শতাংশ

12:55 April 26

  • বালিগঞ্জ মর্ডান স্কুলে ভোট দিলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান ৷ মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছিলেন তিনি ৷ ভোট দেওয়ার পর বুথ থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন, "যখনই প্রধানমন্ত্রী কোনও জনসভা করবেন না ঘোষণা করলেন ৷ ঠিক সেই সময়ই নির্বাচন কমিশন সব জনসভা বন্ধ করার নির্দেশ দিল ৷ এতদিন কি নির্বাচন কমিশন ঘুমিয়ে ছিল ? "

11:59 April 26

  • ফরাক্কা বিধানসভার কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের 217 এবং 218 নম্বর বুথে তৃণমূল প্রার্থী মনিরুল ইসলামকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী মনিরুল ইসলাম ।

11:55 April 26

  • জামুরিয়া বিধানসভা কেন্দ্রের খট্টাডিহিতে সিপিএম সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । ঘটনাস্থানে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷

11:54 April 26

  • বুথের মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ উঠল রাসবিহারীতে । অভিযোগ বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে । রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার ওই বুথ এজেন্টের নাম মোহন রাও । অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে নিউ আলিপুর থানার পুলিশ ।

11:46 April 26

  • পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোল দক্ষিণের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ প্রাক্তন কাউন্সিলরকে নিয়ে বুথের ভেতরে ঢোকা এবং বুথের সামনে  জমায়েত করার অভিযোগ ওঠে ৷ সেই মুহূর্তে জমায়েত সরিয়ে নেওয়ার কথা বলেন ওই পুলিশ কর্মী ৷ তখনই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন । সায়নীকে পুলিশকর্মীর হুঁশিয়ারি, "জমায়েত সরান, একা কথা বলতে হলে বলুন ।"

11:27 April 26

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 36.02 শতাংশ ৷

11:22 April 26

  • ভোট বয়কট করল তপন বিধানসভা এলাকার ছোট দেওরা গ্রাম । "সেতু ও রাস্তা দাও-ভোট নাও"-এই দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাংগার অঞ্চলের ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা । এদিকে, লালগোলাতেও ভোট বয়কট করেন প্রায় 220জন ভোটার ৷

11:00 April 26

  • ভোট বয়কট করল তপন বিধানসভা এলাকার ছোট দেওরা গ্রাম । "সেতু ও রাস্তা দাও-ভোট নাও"-এই দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার জলঘর পঞ্চায়েত এলাকার কাশিয়াডাংগার অঞ্চলের ছোটদেওড়া গ্রামের বাসিন্দারা । এদিকে, লালগোলাতেও ভোট বয়কট করেন প্রায় 220জন ভোটার ৷

10:54 April 26

  • কলকাতা বন্দর এলাকার সংযুক্ত মোর্চা প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম ৷ কলকাতা বন্দর কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থীর নাম মহম্মদ মোক্তার ৷ ফিরহাদ হাকিমের অভিযোগ, বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলে প্রভাবিত করেছেন মহম্মদ মোক্তার । তৎক্ষণাৎ ভোট কেন্দ্র থেকে মোক্তারকে বেরিয়ে যেতে বলে পুলিশ ৷

10:44 April 26

  • খিদিরপুর সেন্ট থমাস স্কুলে ভোট দিলেন বাম নেতা মহম্মদ সেলিম ৷ এদিকে, জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷

10:20 April 26

  • রাজ্যের উন্নয়নের জন্য বিপুল সংখ্যায় ভোটদানের আবেদন জানিয়ে টুইট করলেন অমিত শাহ ৷ তিনি লেখেন, আমি বাংলার সপ্তম দফার নির্বাচনে সকল ভোটারকে আবেদন করছি যে রাজ্যের  উন্নয়নকে  মূলধারার সঙ্গে সংযুক্ত করার জন্য অধিকতর সংখ্যায় ভোট দান করুন ।

10:18 April 26

  • গাজোলের নয়াপাড়ায় রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের 211 নম্বর বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে । সেইসময় বাধা দেন তৃণমূলের ব্লক নেতৃত্ব । এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর কাছে অভিযোগ জানানো হয় । নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছে তৃণমূল । সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন চিন্ময়বাবু ৷

10:11 April 26

  • সোমবার সকাল থেকেই বালুরঘাট বিধানসভার বিভিন্ন বুথ পরিদর্শন করছেন বালুঘাটের বিজেপি প্রার্থী অশোক লাহিড়ী । ভোটারদের সঙ্গে কথা বলেন ৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে । সকাল থেকে কয়েকটি ইভিএম খারাপ ছিল বলে জানিয়েছেন তিনি ।

10:09 April 26

  • মালতিপুর বিধানসভার 188 নম্বর বুথে তৃণমূল কর্মী-সমর্থকের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷ আতঙ্কে ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ করে দেন ৷ পরে আশ্বাস দিলে ফের ভোটগ্রহণ শুরু হয় ৷

10:04 April 26

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, শুনে নিন...
  • ভোট দিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ প্রথম দফা থেকেই নির্বাচন কমিশন নিজের দায়িত্ব পালন করতে পারেনি ৷ ভোট দিয়ে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায় । পরিবারের সদস্যদের সঙ্গে ভোট দেন তিনি । ভোট দিয়ে বললেন, "কমিশন প্রথম থেকেই ব্যর্থ । মানুষ সংযুক্ত মোর্চার সঙ্গে আছে । সংযুক্ত মোর্চা সরকার গড়বে ৷"

09:59 April 26

  • ভোট দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ স্ত্রী ও মাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান তিনি ৷

09:36 April 26

  • সকাল 9টা পর্যন্ত ভোট পড়ল 17.95 শতাংশ ৷

09:10 April 26

ভোট দিয়ে বেরিয়ে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, শুনে নিন...
  • সকাল সকাল ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি ৷ ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসবেন ৷

08:14 April 26

  • মালতিপুর বিধানসভা এলাকার 270 নম্বর বুথে করোনা বিধি না মেনে চলছে ভোটগ্রহণ ৷ ভোটারদের কারও মুখে মাস্ক নেই ৷

08:04 April 26

ভোট দিয়ে কী বললেন শোভনদেব চট্টোপাধ্যায়, শুনে নিন...
  • ভোট দিলেন ভবানীপুর প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ৷ আজ সকালবেলা 71 নম্বর ওয়ার্ডে কাছারিপাড়া গোলাম মোহিনী হাইস্কুলে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন তিনি ৷ এরপর বুথ পরিদর্শনে বেরোবেন তিনি ৷

08:00 April 26

  • সুতির 134 নম্বর বুথে নির্দল প্রার্থীর এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, সুতি বিধানসভার নির্দল প্রার্থী হলেন মইদুল ইসলাম ৷

07:57 April 26

  • দুর্গাপুর পূর্ব বিধানসভার 215 নম্বর মলানদিঘিতে ইভিএম দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷

07:47 April 26

  • সকাল সকাল বুথ পরিদর্শনে বেরোলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায় ৷

07:43 April 26

  • মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভার 231 ও 232 নম্বর বুথে সকাল থেকেই লম্বা লাইন । কোভিড বিধি মেনেই ভোটগ্রহণ চলছে ৷

07:41 April 26

  • দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে মুচিপাড়ার 276/196 নম্বর বুথে ইভিএম খারাপের অভিযোগ ৷ ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে ৷

07:38 April 26

মালদায় বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
  • বিজেপির সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে বিজেপির ওই নেতাকে মারধর করা হয়েছে৷ আহত ব্যক্তির নাম মহাইবির রহমান ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের আসরাইল গ্রামের ঘটনা ৷

07:02 April 26

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোটারদের লম্বা লাইন
  • ঘড়ির কাটা সাতটা ঘরে ঢুকতেই পাঁচ জেলায় শুরু হয়ে গেল সপ্তম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া ৷

06:52 April 26

  • সপ্তম দফার নির্বাচন শুরুর আগেই টুইট করে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেইসঙ্গে প্রত্যেককে করোনা সম্পর্কিত সমস্ত সুরক্ষাবিধি মেনে চলার আর্জি জানিয়েছেন ৷

06:45 April 26

  • রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে করোনা সুরক্ষাবিধির উপর ৷ বুথে বুথে মাস্ক, স্যানিটাইজ়ার, থার্মাল গানের ব্যবস্থা থাকছে ৷ সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে ৷

06:43 April 26

  • আসানসোলে মহিলা পরিচালিত একটি বুথে পুরুষ রিজার্ভ ভোটকর্মীদের ঢুকতে দিলেন না মহিলা ভোটকর্মীরা ৷ ফলে শতাধিক ভোটকর্মীকে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে হয় ৷ নেই পানীয় জল, শৌচাগার । কুলটির মিঠানী হাইস্কুলের ঘটনা ৷

06:38 April 26

  • এই দফার নির্বাচনে নজরে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায় (ভবানীপুর), রুদ্রনীল ঘোষ (ভবানীপুর), সায়নী ঘোষ (আসানসোল দক্ষিণ), অগ্নিমিত্রা পল (আসানসোল দক্ষিণ) ৷

06:22 April 26

বালুরঘাটে একটি বুথের বাইরে ভোটারদের লাইন পড়ে গিয়েছে
  • সকাল 7টা থেকে শুরু হবে ভোটগ্রহণ ৷ তার আগে বুথে বুথে ভোটারদের লাইন পড়ে গিয়েছে ৷

06:17 April 26

মক পোল শুরু হয়ে গিয়েছে
  • বুথে বুথে মকপোল শুরু হয়ে গিয়েছে ৷

06:07 April 26

  • আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সপ্তম দফার ভোটগ্রহণ ৷
Last Updated : Apr 26, 2021, 5:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details