কলকাতা, 22 মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার পাশে থাকার আহ্বন জানালেন বামপন্থী বুদ্ধিজীবী ও কলাকুশলীরা ৷ আজ সাংবাদিক বৈঠক করে এই অনুরোধ করেন তাঁরা ৷
আজ সাংবাদিক বৈঠকে বামপন্থী কলাকুশলী ও বুদ্ধিজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র, কমলেশ্বর মুখোপাধ্যায়, অনিক দত্ত, সব্যসাচী চক্রবর্তী , নাট্যকার চন্দন সেন, মাসুদ আক্তার ,সুপ্রিয় দত্ত, দেবজ্যোতি মিশ্র, তরুণ মজুমদার প্রমুখরা ।
আজ তাঁদের নিশানায় ছিল বিজেপি ও তৃণমূল ৷ প্রশ্ন তোলেন, কেন একটি ফ্যাসিবাদী ও অপর একটি স্বৈরাচারি সরকারকে ভোট দিয়ে জেতাবেন ? তবে আজ তাঁদের আক্রমণের মূল কেন্দ্রবিন্দু ছিলেন টলিউডের কলাকুশলীরা, যাঁরা বর্তমানে বিজেপি এবং তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন।
সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার আহ্বান শ্রীলেখাদের
আরও পড়ুন :ইন্দাসের সভায় মমতার চমক ‘জলস্বপ্ন’ প্রকল্প
অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ‘‘ আমরা কেন এই রাজনৈতিক দলগুলিকে ভোট দেব ? যাঁরা বর্তমানে অভিনয়ের পেশা ছেড়ে রাজনীতিতে গেছেন তারা রাজনীতির কী বোঝেন ? কতটুকু জনসংযোগ রয়েছে তাঁদের ?’’ এর পরই তিনি সংযুক্ত মোর্চাকে পশ্চিমবঙ্গের রাজনীতির ভবিষ্যৎ হিসেবেও দাবি করেন ৷