কলকাতা, 5 এপ্রিল : দুই দফার ভোট শেষ । বাকি আরও ছয় । রাত পোহালে তৃতীয় দফার নির্বাচন । তার আগে উত্তর কলকাতার সংযুক্ত মোর্চার প্রার্থীরা মধ্য কলকাতার ব্যস্ত জনপদ দিয়ে রোড শো করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন । ধর্ম, জাতপাতের লড়াই সরিয়ে ভাতের লড়াইয়ের কথা শোনা গেল সংযুক্ত মোর্চার রোড শোতে । মিছিলে বামফ্রন্টের প্রবীণ নেতা মানব ভট্টাচার্য, অনাদি সাহুরা যেমন ছিলেন তেমনই ছিলেন মধুজা সেনরায়ের মত নবীন প্রজন্ম ৷
এবারের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী হিসেবে মধুজা সেনরায় ঝাড়গ্রাম থেকে লড়াই করেছেন । প্রথম দফার ভোট শেষে এবার কলকাতায় এসেছেন জোট এবং বাম সতীর্থদের লড়াইয়ের ডাক পৌঁছে দেওয়ার শরিক হতে । তার ফাঁকে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন মধুজা । তিনি বলেন, ‘‘আট দফার লড়াই অনেকটা রিলে রেসের মত । প্রথম দু'দফা এবং ঝাড়গ্রামে প্রথম দফার ভোট আশা জাগানোর মতো হয়েছে । আগামীতে সময় যত গড়াবে বামেদের তথা সংযুক্ত মোর্চাকে মানুষ আরও আপন করে নেবে ।