কলকাতা, 25 এপ্রিল : করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য-কেন্দ্র চাপানউতোর চলছেই ৷ একে অপরের বিরুদ্ধে অভিযোগও চলছে ৷ এরই মধ্যে ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ মানিকচকে একটি জনসভায় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখার সময় করোনা পরিস্থিতি নিয়ে মমতাকে কটাক্ষ করেন তিনি ৷
ভিডিয়ো কনফারেন্সে তিনি বলেন, ‘‘মমতা বলছেন, কোভিড পরিস্থিতি ঠিক করে সামলানো যাচ্ছে না ৷ আমি জিজ্ঞাসা করতে চাই কেন করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা মিটিংয়ে তিনি উপস্থিত থাকেন না ? তাঁকে কে বা কী বাধা দেয়? তোমার ইগো বা উদ্ধত্য তোমাকে বাধা দেয় ? বাংলার মানুষের উন্নতিতে শুধুমাত্র তোমার ইগো ও উদ্ধত্য বাধা হয়ে দাঁড়িয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘মমতাজী, বাংলার মানুষ আর ভয় পান না ৷ তাঁরা আপনার অত্যাচার থেকে মুক্তি পেতে চান ৷ সপ্তম ও অষ্টম দফায় তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন ৷’’