পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পালাবদলের এক দশক পেরিয়েও মমতার পাশে বুদ্ধিজীবীরা - মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না

নির্বাচনের উত্তাপের মধ্যেই একমনে যখন ছবি আঁকতে ব্যস্ত নেত্রী, তখন তাঁর সমর্থনে ধর্নামঞ্চের আশেপাশে দেখা মিলল কবীর সুমন থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী সহ একঝাঁক বুদ্ধিজীবীর ৷

Bengal Election 2021
ছবি

By

Published : Apr 13, 2021, 6:09 PM IST

Updated : Apr 13, 2021, 10:52 PM IST

কলকাতা, 13 এপ্রিল : শীতলকুচি ৷ বঙ্গভোটে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে হঠাৎ সব নজর গিয়ে পড়েছে কোচবিহারের শীতলকুচিতে ৷ চতুর্থ দফার ভোটে শীতলকুচির জোরপাটকি গ্রামে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে চার জন ৷

তারপর থেকেই চলছে অভিযোগ-পাল্টা অভিযোগের পালা ৷ বিজেপি তরফে অভিযোগ, মমতা উস্কানি দিচ্ছিলেন ভোটারদের ৷ ঘিরে ধরার কথা বলছিলেন কেন্দ্রীয় বাহিনীকে ৷ আর তাতেই এই ধরনের ঘটনা ৷ নির্বাচন কমিশনও ব্যবস্থা নেয় ৷ 24 ঘণ্টার জন্য বাতিল করে মমতার নির্বাচনী প্রচার ৷ গতকালই কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা ৷

আর এরই প্রতিবাদে আজ দুপুর 12 টা থেকে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নায় বসেন নেত্রী ৷

বিরোধী নেত্রী মমতা যখনই রাস্তায় নেমেছেন, ধর্নায় বসেছেন... প্রত্যেকবারই তাঁর পাশে দাড়িয়েছেন বুদ্ধিজীবীরা ৷ ক্ষমতায় আসার পরেও তার অন্যথা হয়নি ৷ নির্বাচনের উত্তাপের মধ্যেই একমনে যখন ছবি আঁকতে ব্যস্ত নেত্রী, তখন তাঁর সমর্থনে ধর্নামঞ্চের আশেপাশে দেখা মিলল কবীর সুমন থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী সহ একঝাঁক বুদ্ধিজীবীর ৷

মমতার ধর্নায় পাশে দাঁড়ালেন কলকাতার বুদ্ধিজীবীরা

মাঝে বিভিন্ন ইস্যুতে মমতার সঙ্গে দূরত্ব বেড়েছিল কবীর সুমনের ৷ কিন্তু তারপর সেই ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে ৷ সম্প্রতি মমতার জন্য গানও বেধেছেন কবীর সুমন ৷ আজ মমতার সমর্থনে এসে আবারও সেই পুরানো কথাগুলিকেই স্মরণ করালেন তিনি ৷ বললেন, "মমতা তাঁর কাজ ঠিকই করছেন ৷ কোনও অন্যায় তিনি করেননি ৷ এর থেকে ঢের বাজে বাজে কথা অনেকে বলেছেন ৷ আমি প্রাণপণে চাই নির্বাচন কমিশনরে সুমতি ফিরুক ৷"

আরও পড়ুন : কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে বাংলার ‘বাঘিনী’ মমতার পাশে অখিলেশ-স্ট্যালিন-সঞ্জয়রা

শীতলকুচির ঘটনায় ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি ৷ তাঁর মতে, নির্বাচন কমিশন যা করেছে তা গণতন্ত্রের লজ্জা । শেষে লজ্জা ঢাকতে বিজেপির কয়েকজনকেও নোটিস পাঠিয়েছে কমিশন ।

নির্বাচন কমিশনের ভূমিকায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিচালক হরনাথ চক্রবর্তী । এদিন হাতে ব্যানার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন হরনাথ ৷

অভিনেতা ভরত কল জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে তিনি সব সময় সমর্থন করে এসেছেন । আগামী দিনেও মুখ্যমন্ত্রীকে তিনি সমর্থন করবেন । নির্বাচন কমিশনের ভূমিকারও তীব্র নিন্দা জানিয়েছেন তিনি । কমিশনের সিদ্ধান্তকে ধিক্কার জানিয়েছেন গায়ক সৌমিত্র রায়ও ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারিতে ক্ষোভপ্রকাশ করলেও বিজেপির বেশ কিছু নেতার বিরুদ্ধে কমিশন যে ব্যবস্থা নিতে শুরু করেছে, তাতে খুশি সৌমিত্র ৷

Last Updated : Apr 13, 2021, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details