পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচনের আগে 4 পুলিশ অফিসার বদল কলকাতায় - assembly election 2021

যে চার পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে তাঁদের নাম মৃণালকান্তি মুখোপাধ্যায়, রাম থাপা, প্রতাপ বিশ্বাস এবং মলয় বসু ৷ তবে কেন ওই চার পুলিশ অফিসারকে ভোটের মুখে বদলি করা হল তা জানা যায়নি ৷

Police
নির্বাচন কমিশন

By

Published : Apr 7, 2021, 7:26 PM IST

কলকাতা, 7 এপ্রিল : বিধানসভা ভোটের আগে চার পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন ৷ তাঁদের মধ্য়ে মধ্য়ে দু' জন বাঁশদ্রোণী ও রিজেন্ট পার্ক থানার ওসি ৷ এবং বাকি দু'জন স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন ৷

4 পুলিশ অফিসার বদল কলকাতায়

যে চার পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে তাঁদের নাম মৃণালকান্তি মুখোপাধ্যায় , রাম থাপা, প্রতাপ বিশ্বাস এবং মলয় বসু ৷ মৃণালকান্তি মুখোপাধ্যায় রিজেন্ট পার্ক থানার ওসি হিসেবে নিযুক্ত ছিলেন ৷ তাঁকে পঠানো হয়েছে স্পেশাল ব্রাঞ্চে ৷ রাম থাপা ছিলেন স্পেশাল ব্রাঞ্চে ৷ তাঁকে পাঠানো হয়েছে রিজেন্ট পার্ক থানায় ৷

আরও পড়ুন- রাজীবের প্রচারে এসে ভাত-ডালেই মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

অন্য়দিকে প্রতাপ বিশ্বাস ছিলেন বাঁশদ্রোণী থানায় ৷ তাঁকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে ৷ এবং মলয় বসু ছিলেন গোয়েন্দা বিভাগে ৷ তাঁকে পাঠাবনো হয়েছে বাঁশদ্রোণী থানায় ৷

ইতিমধ্য়ে তাঁদের বদলি করা হচ্ছে ৷ তবে কেন ওই চার পুলিশ অফিসারকে ভোটের মুখে বদলি করা হল তা জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details