কলকাতা, 7 এপ্রিল : বিধানসভা ভোটের আগে চার পুলিশ অফিসারকে বদলি করল নির্বাচন কমিশন ৷ তাঁদের মধ্য়ে মধ্য়ে দু' জন বাঁশদ্রোণী ও রিজেন্ট পার্ক থানার ওসি ৷ এবং বাকি দু'জন স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দা বিভাগের অফিসার ছিলেন ৷
যে চার পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে তাঁদের নাম মৃণালকান্তি মুখোপাধ্যায় , রাম থাপা, প্রতাপ বিশ্বাস এবং মলয় বসু ৷ মৃণালকান্তি মুখোপাধ্যায় রিজেন্ট পার্ক থানার ওসি হিসেবে নিযুক্ত ছিলেন ৷ তাঁকে পঠানো হয়েছে স্পেশাল ব্রাঞ্চে ৷ রাম থাপা ছিলেন স্পেশাল ব্রাঞ্চে ৷ তাঁকে পাঠানো হয়েছে রিজেন্ট পার্ক থানায় ৷