কলকাতা, 22 এপ্রিল : আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশ পর্যবেক্ষককে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ । তাঁর অভিযোগ, ফিরহাদ হাকিম তৃণমূলের কর্মী-সমর্থকদের বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীকে মারার নির্দেশ দিচ্ছেন ৷ তাই অবিলম্বে তাঁর প্রার্থীপদ বাতিল এবং তাঁকে গ্রেফতার কারার আবেদন জানিয়েছেন রুদ্রনীল ৷
এদিন রুদ্রনীল বলেন, "মেয়রের চেয়ারে বসে ফিরহাদ হাকিমের একটা ভিডিয়ো ভাইরাল হয় । সেখানে তিনি বলছেন, বিজেপিকে মারুন ও কেন্দ্রীয় বাহিনীকে মারুন । অর্থাৎ দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন তিনি । অবিলম্বে ফিরহাদ হাকিমের প্রার্থী পদ খারিজ হওয়া উচিত । অবিলম্বে ফিরহাদকে গ্রেফতার করা উচিত ।"